নয়াদিল্লি: আজ প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির ৭১তম জন্মদিন। স্বাভাবিকভাবেই অগনিত শুভেচ্ছাবার্তা পৌঁছেছে সোশাল মাধ্যমে। আর এউই শুভেচ্ছা পেয়েই আপ্লুত হয়েছেন তিনি। শুক্রবার ট্যুইটে এমনটাই জানিয়েছেন তিনি। পাশাপাশি তিনি এও জানিয়েছেন এই শুভেচ্ছাবার্তা তাঁকে জাতির জন্য আরও কঠোর পরিশ্রম করার শক্তি দিয়েছে।
ধন্যবাদ জানিয়ে তিনি লিখেছেন, "আমাদের যৌথ যাত্রা অব্যাহত আছে। অনেক কিছু করার আছে। আমরা একটি শক্তিশালী, সমৃদ্ধ ও অন্তর্ভুক্তিমূলক ভারতের স্বপ্ন পূরণ না হওয়া পর্যন্ত বিশ্রাম নেব না। ভারতের জন্য আমাদের স্বাধীনতা যোদ্ধারা তাঁদের জীবন উৎসর্গ করেছে। জয় হিন্দ।'
এ দিন প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন রাহুল গাঁধী, অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ বিভিন্ন বিরোধী দলের নেতারা। নরেন্দ্র মোদির ৭১তম জন্মদিনে শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি। তিনি ট্যুইটে লেখেন, 'প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা। তাঁর দীর্ঘজীবন কামনা করি। আশা করি, তিনি, তাঁর আদর্শের পথে হেঁটে একইভাবে দেশের সেবা করে যাবেন।'
মোদির জন্মদিন উপলক্ষে ট্যুইটে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। তিনি ট্যুইটে লিখেছেন, 'দেশের সবথেকে প্রিয় নেতা, প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা। তাঁর সুস্বাস্থ্য এবং দীর্ঘজীবন কামনা করি। মোদিজী শুধু যে সময়ের থেকে এগিয়ে থাকা চিন্তাভাবনার সাহায্যে দেশকে সমৃদ্ধ করেছেন তাই নয়, সেই চিন্তাকে কঠোর পরিশ্রমের মাধ্যমে বাস্তবে কীভাবে রূপ দেওয়া যায়, তার দিশাও দেখিয়েছেন।'
অন্যদিকে প্রধানমন্ত্রীকে জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি ট্যুইটে লেখেন, 'প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজীকে জন্মদিনের শুভেচ্ছা। তাঁর দীর্ঘ জীবন ও সুস্বাস্থ্য কামনা করি।'
এদিন বিশ্বকর্মা পুজো উপলক্ষেও দেশবাসীকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। ট্যুইটে নরেন্দ্র মোদি লিখেছেন, 'বিশ্বকর্মা জয়ন্তীতে দেশবাসীকে শুভেচ্ছা। দেব-শিল্পীর আশীর্বাদ যেন দেশবাসীর সঙ্গে থাকে। দেশ যেন উন্নতি ও সমৃদ্ধির ক্ষেত্রে আরও সাফল্য পায়।'