Corona New Cases Today: দেশে করোনাভাইরাসের তৃতীয় ঢেউ আছড়ে পড়ছে। আর এই ঢেউ কার্যত বেলাগাম হয়ে উঠেছে সংক্রমণ। ঝড়ের গতিতে বাড়ছে দৈনিক আক্রান্তর সংখ্যা। সোমবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তর সংখ্যা ১ লক্ষ ৭৯ হাজার ৭২৩। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ১ লক্ষ ৫৯ হাজার ৬৩২। গতকালের তুলনায় দৈনিক সংক্রমণ বাড়ল প্রায় ১২ শতাংশ। দেশে মোট করোনা আক্রান্তর সংখ্যা বেড়ে হল ৩ কোটি ৫৭ লক্ষ ৭ হাজার ৭২৭। এদিনের পরিসংখ্যান অনুযায়ী, গত একদিনে করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১৪৬। গতকালের পরিসংখ্যান অনুযায়ী, একদিনে মৃতের সংখ্যা ছিল ৩২৭। সবমিলিয়ে দেশে করোনা মহামারীতে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৪ লক্ষ ৮৩ হাজার ৯৩৬। দেশে অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা অর্থাৎ এই মুহূর্তে চিকিৎসাধীনের সংখ্যা বেড়ে হয়েছে ৭ লক্ষ ২৩ হাজার ৬১৯। এরইমধ্যে করোনা সংক্রমণ সারিয়ে সুস্থ হয়ে ওঠার সংখ্যা ৩ কোটি ৪৫ লক্ষ ১৭২।
দেশে করোনার নয়া ভ্যারিয়েন্ট ওমিক্রন আক্রান্তর সংখ্যা চার হাজার ছাড়িয়ে গিয়েছে। সোমবার পর্যন্ত দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৪ হাজার ৩৩। গত ২৪ ঘণ্টায় সংক্রমিত ৪১০ জন। মহারাষ্ট্রে সবথেকে বেশি ১ হাজার ২১৬ জন ওমিক্রনে আক্রান্ত। দিল্লিকে টপকে দ্বিতীয় স্থানে উঠে এল রাজস্থান। সে রাজ্যে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৫২৯।
দেশে অ্যাক্টিভ করোনা আক্রান্তর হার এখন ২.০৩ শতাংশ। সুস্থতার হার ৯৬.৬২ শতাংশ। পজিটিভিটি রেটও বাড়ছে। বর্তমানে এই হার ১৩.২৯ শতাংশ।
দেশে ওমিক্রন আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে ওঠার সংখ্যা ১,৫৫২। ওমিক্রনের বিপদ ও বেলাগাম সংক্রমণের পরিপ্রেক্ষিতে দেশে টিকাকরণ অভিযানও দ্রুত গতিতে চলছে। এখনও পর্যন্ত ১৫১ কোটি করোনা টিকার ডোজ দেওয়া হয়েছে। দেশে গতকাল রবিবার ১৩ লক্ষ ৫২ হাজার ৭১৭ নুমনা পরীক্ষা করা হয়েছে। গতকাল পর্যন্ত ৬৯ কোটি ১৫ লক্ষ ৭৫ হাজার ৩৫২ নমুনা পরীক্ষা করা হয়েছে।