গোয়া: সমুদ্রশহর গোয়াকে এতদিন সুরক্ষিত মনে করা হলেও নাবালিকা ধর্ষণের পর থেকে অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে সে রাজ্যে। কোলভা সমুদ্র সৈকতে ১৪ বছরের দুই কিশোরীর ধর্ষণের পর থেকেই নানা প্রশ্ন উঠছে। এদিকে এই ঘটনার পর গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত প্রশ্ন তোলেন, 'মেয়েরা রাতে বাইরে ঘুরবে কেন'? এই মন্তব্য নিয়েই নয়া বিতর্ক তৈরি হয়েছিল। এরপরই ফের আরেকটি ধর্ষণের ঘটনা ঘটেছে। এক সপ্তাহের মধ্যে এই নিয়ে তৃতীয়বার।
বৃহস্পতিবার যে ঘটনা সামনে এসেছে, সেখানে চাকরির অজুহাতে গোয়ায় আনা এক মেয়েকে কুইপেম এলাকায় তিনদিন ধরে আটকে রেখে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, গোয়া পুলিশ দক্ষিণ গোয়ার কুইপেম থেকে এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে।
অভিযুক্তরা হলেন শম্ভুনাথ সিং (৩২)এবং সুধাকর নায়েক (৬৩)। তাঁদের পাঁচ দিনের পুলিশ হেফাজতে থাকার নির্দেশ দিয়েছেন দক্ষিণ গোয়ার ম্যাজিস্ট্রেট।
নিগৃহীতা জানান তাঁকে চাকরির অজুহাতে গোয়ায় ডাকা হয়েছিল। এরপর চলে অত্যাচার। বৃহস্পতিবার যে ফ্ল্যাটে তাকে রাখা হচ্ছিল সেখান থেকে পালিয়ে যান তিনি। ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ (ধর্ষণ) এবং ৩৪৩- এর অধীনে অভিযোগ দায়ের করা হয়।
বৃহস্পতিবার বিধানসভায় বাদল অধিবেশন গোয়ার মুখ্যমন্ত্রীর মন্তব্যে উত্তাল হয়েছিল। তিনি বলেছিলেন, "সমুদ্র সৈকতে পার্টি করতে গিয়েছিল ১০ জন। তাদের মধ্যে ছ’জন বাড়ি ফেরে। কিন্তু বাকি দু’টি ছেলে ও দু’টি মেয়ে সারারাত সৈকতে ছিল। যখন ১৪ বছরের মেয়েরা সারারাত সৈকতে কাটায় তখন তাদের অভিভাবকদের উচিত খোঁজ নেওয়া। রাতে মেয়েরা সৈকতে কেন ঘোরে? এটা দেখা আমাদেরও দায়িত্ব। সব দায়িত্ব পুলিশের উপর ছেড়ে দেওয়া উচিত নয়।"
বিরোধীদের অভিযোগ, আইন-শৃঙ্খলার দিকে নজর না দিয়ে মেয়েদের চরিত্র নিয়ে প্রশ্ন তুলছেন মুখ্যমন্ত্রী। গোয়ার প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী বিজয় সরদেশাইয়ের কথায়, ‘‘রাজ্যের বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করাই পুলিশ ও রাজ্য সরকারের দায়িত্ব। যদি তারা না দিতে পারে তাহলে মুখ্যমন্ত্রীরও এই আসনে বসার যোগ্যতা নেই।’’