ABP Desam : এবার তেলুগু ভাষা, যাত্রা শুরু 'এবিপি দেশম'-এর

এবার অন্ধ্রপ্রদেশ ও তেলাঙ্গানার ডিজিটাল প্ল্যাটফর্মে প্রবেশ করল এবিপি নেটওয়ার্ক। তেলুগু ভাষায় শুরু হল 'এবিপি দেশম'।

Continues below advertisement

হায়দরাবাদ : এবার অন্ধ্রপ্রদেশ ও তেলাঙ্গানার ডিজিটাল প্ল্যাটফর্মে প্রবেশ করল এবিপি নেটওয়ার্ক। তেলুগু ভাষায় শুরু হল 'এবিপি দেশম'। তেলুগু ভাষায় নতুন ঘরানার খবর পরিবেশনের প্রতিশ্রুতির পাশাপাশি আঞ্চলিক বিভিন্ন ক্ষেত্রের খবর তুলে ধরা হবে এই ডিজিটাল মাধ্যমে। 

Continues below advertisement

নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য খবর পরিবেশনের জন্য পরিচিত এবিপি নেটওয়ার্ক। সেই একই দৃষ্টিভঙ্গি থেকে খবর পরিবেশন করা হবে 'এবিপি দেশম'-এও। যা হবে তথ্য-সমৃদ্ধ ও মুক্ত-মনার। নতুন এই ডিজিটাল মাধ্যমের হাত ধরে স্থানীয় স্তরের বিভিন্ন প্রান্তের খবর প্রতি মুহূর্তে পাঠকদের কাছে তুলে ধরা হবে। 

কিছু আগেই এই নেটওয়ার্কের যাত্রা শুরু হয়েছে তামিলনাড়ু সংবাদ জগতে। চালু হয়েছে 'এবিপি নাড়ু'-র । এবার দক্ষিণের অপর দুই রাজ্যের পাঠকদের কাছে পৌঁছে যাওয়ার অঙ্গীকার এবিপি দেশমের। অন্ধ্রপ্রদেশ ও তেলাঙ্গানার তেলুগুভাষী মানুষের কাছে বিভিন্ন প্রান্তের প্রতি মুহূর্তের রাজনৈতিক, অপরাধ, খেলাধূলা, ফিচার, বিনোদন সহ বিভিন্ন ক্যাটেগরির খবর তুলে ধরা হবে।

এবিপি দেশম-এ তেলুগুভাষী মানুষের সংস্কৃতি, মূল্যবোধ তুলে ধরা হবে। নতুন এই প্ল্যাটফর্মের তাই ট্যাগলাইন দেওয়া হয়েছে, 'মানা ভার্তালু, মানা উরিভাসালু'। যার অর্থ, আমাদের খবর, 'আমাদের শহরের ভাষায়।' অর্থাৎ ট্যাগলাইনেই স্পষ্ট। স্থানীয় তেলুগুভাষী পাঠকদের জন্য, তাঁদের ভাষায় তুলে ধরা হবে খবর। এছাড়া এবিপি দেশম-এর মাধ্যমে এই দেশে খোলামনা ও তথ্য-সমৃদ্ধ সমাজ গড়ে তোলার জন্য নেটওয়ার্কের যে দায়িত্ববোধ তার দিকে আরও একধাপ এগনো গেল।     

রিজিওনাল খবর পরিবেশনে এবিপি নেটওয়ার্কের ভূমিকা সর্বজনবিদিত। সফলভাবে চলছে একাধিক নিউজ চ্যানেল ও ডিজিটাল প্ল্যাটফর্ম। সেই তালিকায় রয়েছে- এবিপি আনন্দ(পশ্চিমবঙ্গ), মহারাষ্ট্র(এবিপি মাঝা), গুজরাত(এবিপি অস্মিতা), পঞ্জাব(এবিপি সঞ্ঝা), উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ড(এবিপি গঙ্গা), বিহার(এবিপি বিহার), তামিলনাড়ু(এবিপি নাড়ু), ও এবিপি লাইভ। এবিপি দেশম হচ্ছে এবিপি নেটওয়ার্কের আঞ্চলিক ভাষার অষ্টম ডিজিটাল পোর্টাল। এপ্রসঙ্গে এবিপি নেটওয়ার্কের সিইও অবিনাশ পাণ্ডে বলেন, ডিজিটাল খবরের জগতে আঞ্চলিক ভাষা খুবই গুরুত্বপূর্ণ। সম্প্রতি আমরা তামিল পাঠকদের জন্য ডিজিটাল প্ল্যাটফর্ম শুরু করেছি। এবার এবিপি দেশম-এর মাধ্যমে আমরা ডিজিটাল পোর্টফোলিওকে আরও সমৃদ্ধ করছি। আমি নিশ্চিত যে, এই প্ল্যাটফর্মটি অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানার মানুষের জন্য বৈচিত্র্যপূর্ণ খবর জোগান দেবে। যা নেটওয়ার্কের বৃদ্ধির সুযোগ আনবে।

 

Continues below advertisement
Sponsored Links by Taboola