পানাজি: মহারাষ্ট্রে জোট সরকারে থেকেও বিজেপি-র (BJP) কাছে কার্যত পর্যুদস্ত হতে হয়েছে। তার জন্য দিও শিবসেনার অভ্য়ন্তরীণ দ্বন্দ্ব দায়ী ছিল। তবে এ বার গোয়ায় (Goa Congress) কংগ্রেসের অন্দরেই বিদ্রোহের আগুন ঘিরে জল্পনা বাড়ছে। দলের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে, শীঘ্রই দলের ছয় বিধায়ক বিজেপি-তে যোগ দিতে চলেছেন বলে খবর। দলের অভিজ্ঞ নেতা তথা বিধায়ক দিগম্বর কামাতের নেতৃত্বে বাকিরা বিদ্রোহ ঘোষণা করার পথে হাঁটছেন বলে দলীয় সূত্রে খবর (Goa Politics)।
গোয়া কংগ্রেসে বিদ্রোহের আগুন!
দলের অন্দরে বিদ্রোহের আগুন নিয়ে জল্পনা যখন তুঙ্গে, সেই সময় রবিবার সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে লোবো বলেন, "নিজের বাড়িতে বসে রয়েছি। সব গুজব। কোনও দাবি সত্য নয়। কে বা কারা গুজব ছড়াচ্ছে জানি না। কিন্তু আমি কোথাও যাচ্ছি না।" এ দিন গোয়ায় কংগ্রেস নেতৃত্ব বৈঠকেও বসেন। জলের মধ্যে কোনও বিভাজন নেই বলে সেখানে স্পষ্ট করে দেওয়া হয়।
আরও পড়ুন: Eid-al Azha 2022: 'আত্মত্যাগ, সহমর্মিতা শেখায় উৎসব', ইদের শুভেচ্ছা জানিয়ে হাসিনাকে চিঠি মোদির
সবমিলিয়ে ১০ জন বিধায়ক কংগ্রেস ছেড়ে বিজেপি-তে যোগদান করতে পারেন বলে প্রথমে শোনা গিয়েছিল। পরে সংখ্যাটা কমে ছ'জনে দাঁড়ায়। ৪০ আসনের গোয়া বিধানসভায় কংগ্রেসের ১১ জন বিধায়ক রয়েছে। বিজেপি-র বিধায়ক সংখ্যা ২০। দুই জন এমজিপি বিধায়ক এবং তিন জন নির্দল বিধায়কের সমর্থনও রয়েছে বিজেপি-র। সূত্রের খবর, ২০২৪ -এর লোকসভা নির্বাচনের আগে কংগ্রেস বিধায়কদের নিজেদের শিবিরে টানার চেষ্টা করছে বিজেপি। কারণ এর আগে, ২০১৯ সালে দক্ষিণ গোয়া লোকসভা আসন কংগ্রেসের কাছে হারাতে হয়েছিল তাদের।
গোয়ায় কংগ্রেসের ঘর ভাঙা নিয়ে তুঙ্গে জল্পনা
মে মাস থেকেই বিজেপি-র তরফে কংগ্রেস বিধায়কদের দলে টানার চেষ্টা চলছে বলে সূত্রের খবর। বিজেপি-র সর্বভারতীয় সম্পাদক তথা গোয়ায় দলের প্রধান সিটি রবি সেই সময় জানিয়েছিলেন, বছর শেষ হতে হতে তাঁদের বিধায়ক সংখ্যা বেড়ে ৩০-এ পৌঁছে যাবে। আগামী ১০ অগাস্ট গোয়ায় পঞ্চায়েত নির্বাচন। তার আগে ফের তৎপরতা শুরু হয়েছে বলে শোনা যাচ্ছে।