নয়া দিল্লি : ইস্তেহারে ছিল প্রতিশ্রুতি। সেইমতোই এবার তিনটি করে এলপিজি সিলিন্ডার (LPG cylinders) বিনামূল্যে দেওয়ার দিকে আরও এক ধাপ এগিয়ে গেল গোয়ার (Goa) বিজেপি সরকার। গোয়া মন্ত্রিসভায় এর অনুমোদন মিলেছে । এপ্রিল মাস থেকেই ফি বছর প্রতিটি বাড়িতে বিনামূল্য়ে তিনটি করে এলপিজি সিলিন্ডার দিতে চলেছে গোয়া সরকার। 


নতুন সরকার গঠিত হওয়ার পর সোমবার আট মন্ত্রীকে নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত। তারপর ওইদিনেই সংশ্লিষ্ট ঘোষণা করেন তিনি। পরে ট্যুইটারে সাওয়ান্ত লেখেন, মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর আমার নেতৃত্বে প্রথম বৈঠক হল। বিজেপির ইস্তেহার অনুযায়ী নতুন অর্থবর্ষ থেকেই তিনটি সিলিন্ডার বিনামূল্যে দেওয়ার প্রকল্পের প্রক্রিয়া শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সংক্রান্ত ঘোষণা করা হবে শীঘ্রই। এপ্রিল থেকেই তিনটি করে সিলিন্ডার দেওয়া হবে। নির্বাচনী ইস্তেহারে যেসব প্রতিশ্রুতি ছিল, তার সব পালন করা হবে বলে আশ্বাস দেন সাওয়ান্ত।


আরও পড়ুন ; মোদি-শাহের উপস্থিতিতে গোয়ার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ প্রমোদ সাওয়ান্তের


সোমবারই মুখ্যমন্ত্রীর অফিসের দায়িত্বভার গ্রহণ করেন তিনি। তাঁর মতে, যেসব দল মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিল, তারা রাজ্যকে পরিত্যাগ করেছে। উল্লেখ্য, ইস্তেহারে বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল, আগামী তিন বছর গ্যাসোলিন ও জ্বালানিতে রাজ্যের তরফে কোনও কর বাড়ানো হবে না। প্রতিটি বাড়িতে প্রতি বছর তিনটি করে এলপিজি সিলিন্ডার দেওয়া হবে বিনামূল্যে। এছাড়া ডিএসএসওয়াই পেনসন বাড়ানো হবে তিন হাজার টাকা পর্যন্ত।    


প্রসঙ্গত, সোমবার গোয়ার (Goa) মুখ্যমন্ত্রী (Goa CM) হিসাবে শপথ গ্রহণ করেন প্রমোদ সাওয়ান্ত (Pramod Sawant) ।  এই নিয়ে দ্বিতীয়বার গোয়ার মুখ্যমন্ত্রীর ( Goa Chief Minister Pramod Sawant) আসনে প্রমোদ (Pramod Sawant) । ভোটের ফলাফল ঘোষণার প্রায় দু-সপ্তাহ পর মোদি (PM Narendra Modi)-শাহের (Amit Shah) উপস্থিতিতে শপথ নেন প্রমোদ। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi), যোগী আদিত্যনাথ (Yogi Aditya Ntha) , অমিত শাহ (Amit Shah) । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্যান্য বিজেপি (BJP) শাসিত রাজ্যের  মুখ্যমন্ত্রীরাও । পাশাপাশি বিজেপির প্রায় ৭০ হাজার কর্মী, সমর্থক শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির ছিলেন। সবমিলিয়ে জমকালো অনুষ্ঠানের মধ্যে দিয়েই ফের আরবপাড়ের মসনদে বসেন প্রমোদ সাওয়ান্ত (Pramod Sawant) ।