গোয়া: সোমবার গোয়ার (Goa) মুখ্যমন্ত্রী (Goa CM) হিসাবে শপথ গ্রহণ করলেন প্রমোদ সাওয়ান্ত (Pramod Sawant) ।  এই নিয়ে দ্বিতীয়বার গোয়ার মুখ্যমন্ত্রীর ( Goa Chief Minister Pramod Sawant) আসনে প্রমোদ (Pramod Sawant) । ভোটের ফলাফল ঘোষণার প্রায় দু-সপ্তাহ পর মোদি (PM Narendra Modi)-শাহের (Amit Shah) উপস্থিতিতে শপথ নিলেন প্রমোদ তিনি। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi), যোগী আদিত্যনাথ (Yogi Aditya Ntha) , অমিত শাহ (Amit Shah) । এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্যান্য বিজেপি (BJP) শাসিত রাজ্যের  মুখ্যমন্ত্রীরাও । পাশাপাশি বিজেপির প্রায় ৭০ হাজার কর্মী, সমর্থক শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির ছিলেন। সবমিলিয়ে জমকালো অনুষ্ঠানের মধ্যে দিয়েই ফের আরবপাড়ের মসনদে বসলেন প্রমোদ সাওয়ান্ত (Pramod Sawant) । 


বিধানসভা (Assembly Election) ভোটের ফল আগেই সুনিশ্চিত করেছিল, সমুদ্রপাড়ের রাজ্যে আবার বিজেপির (BJP) ঢেউ। গোয়ার (Goa) সমুদ্রতটে ফের ফুটেছে পদ্মফুল। দ্বিতীয় স্থানে চলে গিয়েছে গতবারের ফার্স্ট বয় কংগ্রেস। 


আরও পড়ুন: Ideas of India: ইভেন্টে পৌঁছতে চড়েছিলেন লোকাল ট্রেনে, এবিপি নেটওয়ার্কের 'আইডিয়াস অফ ইন্ডিয়া' অনুষ্ঠানে বললেন নওয়াজউদ্দিন


আরও পড়ুন: MRSAM Missile Test: নিমেষে আঘাত লক্ষ্যে, পরীক্ষায় সফল ভারতীয় মিসাইল


গত ২১ মার্চ সোমবার কেন্দ্রীয় মন্ত্রী নরেন্দ্র সিংহ তোমর অবশেষে ঘোষণা করেন, প্রমোদ সাওয়ান্তই  গোয়ার মুখ্যমন্ত্রী হিসেবে ফিরবেন । জল্পনা ছিল, রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন, সাওয়ান্ত নাকি  প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী বিশ্বজিৎ রানে, তাই নিয়ে বিজেপি দ্বিধাদ্বন্দ্বে ছিল। তোমর বলেন, "বিশ্বজিৎ রানে আইনসভা দলের নেতা হিসাবে প্রমোদ সাওয়ান্তের নাম প্রস্তাব করেন। সবাই সর্বসম্মতিক্রমে সাওয়ান্তকে (Pramod Sawant ) নেতা নির্বাচিত করেছেন। তিনি আগামী ৫ বছরের জন্য আইনসভা দলের নেতা হবেন।' ঘোষণার পরে, প্রমোদ সাওয়ান্ত বলেন যে তিনি রাজ্যের উন্নয়নে কাজ করার জন্য যথাসাধ্য চেষ্টা করবেন।