Goa Poll 2022: পানাজি আসনে নির্দল প্রার্থী হিসেবে লড়বেন, ঘোষণা মনোহর পর্রীকরের ছেলে উৎপলের

Goa Election 2022: মনোহর পর্রীকরের পানাজি আসনে এবারের বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী কে হবেন, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর জল্পনা চলছিল।এই আসন থেকেই প্রার্থী হতে অনড় ছিলেন উৎপল।

Continues below advertisement

পানাজি: জল্পনার অবসান। শেষপর্যন্ত নির্দল প্রার্থী হিসেবেই বিধানসভা ভোটে লড়াই করবেন গোয়ার প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহর পর্রীকরের ছেলে উৎপল পর্রীকর। শুক্রবার উৎপল নির্দল হয়ে ভোটে লড়াইয়ের ঘোষণা করেছেন। উল্লেখ্য, বাবার আসনে উৎপলকে দলের প্রার্থী হিসেবে বিজেপি টিকিট দিতে অস্বীকার করার পর তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। ১৯৯৪ সাল থেকেই ওই আসন থেকে জিতে এসেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী পর্রীকর।  নির্দল প্রার্থী হিসেবে লড়াইয়ের ঘোষণা করে উৎপল বলেছেন, ক্ষমতা বা কোনও পদের মোহে তাঁর এই সিদ্ধান্ত নয়। তিনি বলেছেন, বাবার মূল্যবোধ ও বিজেপির যে পুরানো কর্মীরা আমার সঙ্গে রয়েছেন, তাঁদের জন্যই তাঁর এই লড়াইয়ের সিদ্ধান্ত। 

Continues below advertisement

উল্লেখ্য, মনোহর পর্রীকরের পানাজি আসনে এবারের বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী কে হবেন, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর জল্পনা চলছিল। বাবার এই আসন থেকেই প্রার্থী হতে অনড় ছিলেন উৎপল। কিন্তু বিজেপি তাঁর ওই দাবি মানেনি। তাঁকে উত্তর গোয়ার বিচোলিম আসন থেকে প্রার্থী হওয়ার প্রস্তাব দেয়। কিন্তু সেই প্রস্তাব ফিরিয়ে দেন উৎপল। এরপর ওই আসনে গোয়া বিধানসভার অধ্যক্ষ রাজেশ পাটনেকরকে টিকিট দেয় বিজেপি। 

বিজেপির সঙ্গে এই সংঘাতের প্রেক্ষাপটে উৎপলকে দলে যোগ দেওয়ার আমন্ত্রণ জানায় আম আদমি পার্টি, শিবসেনা ও অন্যান্য কয়েকটি দল। শেষ পর্যন্ত উৎপল নির্দল প্রার্থী হিসেবে পানাজি আসন থেকে লড়াইয়ের ঘোষণা করলেন। 

এরইমধ্যে বিজেপির অস্বস্তি বাড়িয়ে গোয়ার পূর্ত মন্ত্রী দীপক পউস্কও ইস্তফা দিয়েছেন। তিনিও রাজ্যের আসন্ন বিধানসভা ভোটে নির্দল প্রার্থী হিসেবে লড়াই করবেন।  পউস্ক বিধায়ক পদ ও মন্ত্রী পদে ইস্তফা দিয়েছেন। সেইসঙ্গে বিজেপির প্রাথমিক সদস্যপদও ছেড়েছেন তিনি। সানভোরডাম বিধানসভা আসনে তাঁকে বিজেপি টিকিট না দেওয়ার একদিন পরেই এই সিদ্ধান্ত নিয়েছেন পউস্ক। গত বৃহস্পতিবার বিজেপি ৩৪ জনের প্রার্থী তালিকা প্রকাশ করেছে। সানভোরডাম আসনে দল প্রাক্তন বিধায়ক গণেশ গোয়াঙ্করকে টিকিট দিয়েছে বিজেপি। 

আগামী ১৪ ফেব্রুয়ারি গোয়া বিধানসভার ৪০ আসনে ভোট গ্রহণ করা হবে। ভোট গণনা হবে ১০ মার্চ। 

Continues below advertisement
Sponsored Links by Taboola