মিজোরাম: মিজোরামে ভূমিকম্প, কম্পন অনুভূত উত্তরবঙ্গেও। কোচবিহারেও মৃদু কম্পন অনুভূত হয়েছে বলে খবর। মিজোরামে রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৬। ভূমিকম্পের কেন্দ্রস্থল মিজোরামের চাম্পাই। ভূকম্পনের কেন্দ্রস্থল ভূপৃষ্ঠ থেকে ৬০ কিলোমিটার গভীরে।
এর আগে তীব্র ভূমিকম্পে (Earthquake) কেঁপে ওঠে (Arunachal Pradesh) অরুণাচলপ্রদেশ। লেপা-রাডা জেলার বাসার এলাকায় মূলত কম্পনের তীব্রতা অনুভূত হয়েছে। রিখটার স্কেলে (Richter Scale) কম্পনের তীব্রতা ছিল ৪.৯। এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনও খবর মেলেনি।
আরও পড়ুন: Dibyendu Adhikari: বাড়ির পাশে ড্রোন উড়িয়ে নজরদারি! অভিযোগ দিব্যেন্দু অধিকারীর
মঙ্গলবার ভোর সাড়ে ৪টে নাগাদ কম্পন অনুভূত হয়। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (National Centre for Seismology/NCS)জানিয়েছে, কম্পনের উৎসস্থল ছিল বাসারের ১৪৮ কিলোমিটার উত্তর এবং উত্তর-পশ্চিম অঞ্চল। ভূগর্ভের ১০ কিলোমিটার গভীরতা থেকে কম্পন ছড়ায় বলে জানা গিয়েছে।
এর আগে, চলতি মাসের শুরুতেই কম্পন অনুভূত হয়েছিল অরুণাচলপ্রদেশে। গত ৫ জানুয়ারি রাবাংলা, সিকিমের ১২ কিলোমিটার উত্তরে ৩.৭ তীব্রতায় কম্পন অনুভূত হয়। সে বার ভূ-গর্ভের ৫ কিলমিটার গভীরতায় ছিল কম্পনের কেন্দ্রস্থল। সে বারও কম্পন অনুভূত হয় অরুণাচলপ্রদেশে। এর পর ৬ জানুয়ারি অসমের তেজপুরে ৩.২ তীব্রতায় ভূমিকম্প হলে, কম্পন অনুভূত হয় অরুণাচলপ্রদেশেও।
গত বছর অক্টোবর মাসে চার বার ভূমিকম্প হয় অরুণাচলপ্রদেশে। এর মধ্যে বাসারে ৪.৪ এবং ৪.১ তীব্রতায় দু’বার ভূমিকম্প হয়। ৪.৫ তীব্রতায় পানজিন এবং ৩.০ তীব্রতায় ভূমিকম্প হয়।