Small Savings Schemes: স্বল্প সঞ্চয়ে প্রবীণ নাগরকিদের জন্য প্রকল্পে আরও বেশি সুদ দিতে পারে সরকার। শীঘ্রই ঘোষণা হতে পারে নতুন সুদের হার। অন্তত তেমনই মনে করছেন বাজার বিশেষজ্ঞরা। 


Senior Citizen Saving Schemes: স্বল্প সঞ্চয় প্রকল্পের অধীনে অনেকগুলি যোজনা চালু করেছে সরকার। এই স্কিমগুলির মধ্যে সিনিয়র সিটিজেন স্কিম অন্যতম। যেখানে প্রবীণ নাগরিকদের জন্য বিশেষ সুদ ও কর ছাড়ে সুবিধা দেওয়া হয়। চলতি মাসের শেষের দিকে স্বল্প সঞ্চয় প্রকল্পগুলির মধ্যে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে সুদের হার বাড়াতে পারে সরকার। অন্তত ফিন্যান্সিয়াল সাইটগুলি সেই কথা বলছে। 


Small Savings Schemes: সিনিয়র সিটিজেন স্কিমে এখন কত সুদ ?
গত বছরের ডিসেম্বরে বা শেষ প্রান্তিকে সিনিয়র সিটিজেন্স সেভিংস স্কিমে সুদের হার পরিবর্তন করা হয়েছিল। গত ত্রৈমাসিকে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমের পাশাপাশি অন্যান্য অনেক সঞ্চয় প্রকল্পের সুদ বৃদ্ধি পেয়েছে। প্রবীণ নাগরিকদের এই প্রকল্পে বর্তমানে ৮ শতাংশ সুদ দেওয়া হচ্ছে।


SCSS এর অধীনে কেন সুদ বাড়তে পারে ?
গত কয়েক ত্রৈমাসিকে রেপো রেট বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম বা স্বল্প সঞ্চয় স্কিমগুলিতে সুদের হার ধীর গতিতে বেড়েছে। দেশের মুদ্রাস্ফীতির হার এই স্কিমে প্রভাব ফেলতে পারে। ফলে আরও বেশি সুদ বৃদ্ধি করতে পারে সরকার। সেই ক্ষেত্রে  আবারও সরকার সিনিয়র সিটিজেন্স সেভিংস স্কিমে সুদের হার বাড়াতে পারে। 


Senior Citizen Saving Schemes: স্কিমে বাড়বে না সুদের হার
কেউ কেউ অবশ্য বলছেন, সরকার গত ত্রৈমাসিকে স্বল্প সঞ্চয় প্রকল্পে সুদের হার বাড়িয়েছে। এই পরিস্থিতিতে চলতি ত্রৈমাসিকে সরকার সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমের সুদ বাড়াবে না। গত বছরের ডিসেম্বরে এই প্রকল্পের সুদ ৮ শতাংশ করেছে সরকার।


বিনিয়োগের সীমা বাড়ানো হয়েছে
প্রবীণ নাগরিকরা এই স্কিমে বিনিয়োগ করলে এখন ১৫ লাখের পরিবর্তে ৩০ লাখ পর্যন্ত বিনিয়োগ করতে পারবেন। ফেব্রুয়ারিতে বাজেটে সরকার বিনিয়োগের সীমা বাড়িয়ে ১৫ লাখ টাকা করেছে। এই স্কিমের অধীনে আপনি পোস্ট অফিস বা ব্যাঙ্কে গিয়ে আবেদন করতে পারেন।


Salary News: শোনা যাচ্ছে,  কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য আসতে পারে সুখবর। আজ ১৭ মার্চ সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য বড় উপহার ঘোষণা করতে পারে  কেন্দ্রীয় সরকার। শুক্রবারই  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এক কোটিরও বেশি সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করা হতে পারে। কেন্দ্রীয় সরকার মহার্ঘ ভাতা ৩৮ শতাংশ থেকে বাড়িয়ে ৪২ শতাংশ করতে পারে। . অর্থাৎ মহার্ঘভাতা বাড়তে পারে ৪ শতাংশ।


আরও পড়ুন : 7th Pay Commission: কেন্দ্রীয় সরকারি কর্মীরা পাবেন আরও ৪ শতাংশ ডিএ ! কবে হবে এই সিদ্ধান্ত