Salary News: কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য আসতে পারে সুখবর। আজ ১৭ মার্চ সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য বড় উপহার ঘোষণা করতে পারে  কেন্দ্রীয় সরকার। শুক্রবারই  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এক কোটিরও বেশি সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করা হতে পারে। কেন্দ্রীয় সরকার মহার্ঘ ভাতা ৩৮ শতাংশ থেকে বাড়িয়ে ৪২ শতাংশ করতে পারে। . অর্থাৎ মহার্ঘভাতা বাড়তে পারে ৪ শতাংশ।


7th Pay Commission: আজ কখন হবে এই সিদ্ধান্ত
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে । এই বৈঠকে মহার্ঘ ভাতা বৃদ্ধির বিষয়টি অনুমোদন হতে পারে বলে মনে করা হচ্ছে। প্রতি বছর মার্চ মাসে কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় কর্মচারী ও পেনশনভোগীদের মহার্ঘ ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নেয়। এরফলে মুদ্রাস্ফীতি থেকে মুক্তি পেতে পারে কেন্দ্রীয় সরকারি কর্মীরা। কেন্দ্রীয় সরকার বছরে দুবার মহার্ঘ ভাতা পর্যালোচনা করে বৃদ্ধির ঘোষণা করে। শেষবার, ২৮ সেপ্টেম্বর ২০২২-এ এই মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হয়েছিল। ১ জুলাই ২০২২ থেকে ২৮ ফেব্রুয়ারি ২০২২ পর্যন্ত ৮ মাসের জন্য মহার্ঘ ভাতা ৪ শতাংশ বৃদ্ধি করা হয়েছিল।


Dearness Allowance : ৪২ শতাংশ হবে ডিএ ?


কেন্দ্রীয় সরকার এক কোটিরও বেশি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য মহার্ঘ ভাতা (DA) বর্তমান ৩৮ শতাংশ থেকে চার শতাংশ বাড়িয়ে ৪২ শতাংশ করতে পারে। লেবার ব্যুরোর শ্রমিকদের জন্য উপভোক্তা মূল্য সূচক বা  (CPI-IW) এর ওপর ভিত্তি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য মহার্ঘ ভাতা গণনা করে। 


বর্তমানে কেন্দ্রীয় কর্মচারী ও পেনশনভোগীদের ৩৮ শতাংশ মহার্ঘ ভাতা দেয় সরকার।  মুদ্রাস্ফীতির পরিপ্রেক্ষিতে সরকার যদি তা ৪ শতাংশ বাড়িয়ে ৪২ শতাংশ করে তাহলে কেন্দ্রীয় কর্মচারী ও পেনশনভোগীরা মূল্যবৃদ্ধির থেকে বড় ধরনের স্বস্তি পাবেন। তথ্য বলছে, কেন্দ্রীয় সরকার যদি মহার্ঘ ভাতা বাড়ায় তাহলে এই সিদ্ধান্তের ফলে ৪৭ লক্ষ কর্মচারী ও ৬৮ লক্ষ পেনশনভোগী উপকৃত হবেন।


Salary News: ডিএ কত বাড়বে ?


মহার্ঘ ভাতা বৃদ্ধির ফলে কেন্দ্রীয় কর্মীদের বেতন বাড়বে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, যদি একজন কেন্দ্রীয় সরকারি কর্মচারীর মূল বেতন হয় ২৫৫০০ টাকা। ৩৮ শতাংশ ডিএ অনুযায়ী ৯৬৯০ টাকা পাবেন তিনি। ডিএ ৪২ শতাংশ হলে মহার্ঘ ভাতা বেড়ে ১০,৭১০ টাকা হবে। অর্থাৎ প্রতি মাসে বেতন বাড়বে ১০২০ টাকা।


YouTube Fraud: ইউটিউবে টিউটোরিয়াল ভিডিওর নামে চলছে প্রতারণা, খালি হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট