লাতুর:  কোভিডের আতঙ্ক আবার ধীরে ধীরে বাড়তে শুরু করেছে দেশে আর এই আবহেই এক সিনিয়র সরকারি চিকিৎসকের অডিয়ো ক্লিপ তুমুল ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে আর সেখানে তাঁকে বলতে শোনা গিয়েছে এক কোভিড রোগীকে মেরে ফেলার কথা। তা নিয়েই তুমুল হইচই। সেই সিনিয়র সরকারি চিকিৎসকের বিরুদ্ধে পুলিশ (Covid 19) ইতিমধ্যেই মামলা দায়ের করেছে। ২০২১ সালের ভয়ানক মহামারি চলাকালীন এই চিকিৎসক তাঁর এক সহকর্মীকে হাসপাতালে ভর্তি (Viral Audio Clip) এক কোভিড-রোগীকে মেরে ফেলার নির্দেশ দিচ্ছেন, শোনা গিয়েছে অডিয়ো ক্লিপে। দ্রুত বেড খালি করার উদ্দেশ্যে এই নির্দেশ দেওয়া হয়েছে। এমনটাই জানিয়েছে পিটিআই সংবাদমাধ্যম।

অভিযুক্ত সেই চিকিৎসকের নাম জানা গিয়েছে ডা. শশীকান্ত দেশপাণ্ডে। তিনি ২০২১ সালে উদগির সরকারি হাসপাতালে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট সার্জন পদে আসীন ছিলেন। ভাইরাল অডিয়ো ক্লিপে মূলত তাঁর এবং ডা. শশীকান্ত ডাঙ্গের কথোপকথন রয়েছে। এই শশীকান্ত ডাঙ্গে সেই সময় হাসপাতালের অধীনে এক কোভিড ১৯- কেয়ার সেন্টারে কাজ করছিলেন।

২৪ মে এই চিকিৎসকের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয় দয়ামি আজিমোদ্দিন গৌসোদ্দিন নামে এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে। তাঁর স্ত্রী কৌসার ফতিমার ২০২১ সালে কোভিড পজিটিভ ধরা পড়ায় তিনি উদগির হাসপাতালে ভর্তি হন ১৫ এপ্রিল তারিখে। সেরে উঠে তাঁকে ১০ দিনের মধ্যেই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।

সম্প্রতি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে এই অডিয়ো ক্লিপ, যা কিনা সেই সময়ের। এই অডিয়ো ক্লিপে ডা. দেশপাণ্ডেকে বলতে শোনা যায়, 'কাউকে ভিতরে যেতে দিও না, সেই দয়ামি মহিলাকে মেরে ফেলো'। আর এর উত্তরে ডা. ডাঙ্গে বলেন যে অক্সিজেন সাপোর্ট ইতিমধ্যেই কমিয়ে দেওয়া হয়েছে। এফআইআর অনুসারে অভিযোগকারী জানিয়েছেন ডা. ডাঙ্গের পাশে বসে থাকা অবস্থাতেই বাস্তবিক তিনি এই কথোপকথন শুনেছিলেন। ডা. ডাঙ্গে সেই সময় খাচ্ছিলেন এবং ফোনটা স্পিকারে দেওয়া ছিল।

এমনকী অভিযোগকারী এও জানিয়েছেন যে কল চলাকালীন জাত-পাত নিয়েও মন্তব্য করেছিলেন ডা. দেশপাণ্ডে। তিনি সেই সময় চুপ ছিলেন কারণ তাঁর স্ত্রী চিকিৎসাধীন ছিলেন। কিন্তু সেই অডিও ২০২৫ সালের ২ মে আবার সমাজমাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। আর এই অডিয়ো আরও একবার শুনতে পেয়ে মানসিক উদ্বেগের শিকার তিনি, আর তা তাঁর ধর্মীয় বিশ্বাসে আঘাত হেনেছে।

উদগিরের সিটি পুলিশ ইনস্পেক্টর দিলীপ গাড়ে জানিয়েছেন যে ইতিমধ্যেই তারা চিকিৎসক দেশপাণ্ডের মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছেন, তাঁকে নোটিশ দেওয়া হয়েছে এবং তাঁর বয়ান রেকর্ড করা হবে। পুলিশ এই অডিয়ো ক্লিপের বৈধতা যাচাই করছে। এমনকী ডা. ডাঙ্গের বিরুদ্ধেও নোটিশ জারি করা হয়েছে। পুলিশ জানিয়েছে তিনি এখন শহরের বাইরে এবং আগামীকাল তিনি ফিরবেন। এরপরে তাঁর মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হবে, জিজ্ঞাসাবাদ চলবে।