নয়ডা : আবাসনের মধ্যে প্রকাশ্যে ঘোরাফেরা করার জন্য পোশাকবিধি লাগু করল গ্রেটার নয়ডার এক আবাসন কর্তৃপক্ষ। সোশাইটির Residents' welfare association (RWA) - এর তরফে আবাসিকদের জানানো হয়েছে, তাঁরা যেন পার্ক, পার্কিং লট বা জনসমক্ষে কোথাও (common area) ঘোরাফেরা করার সময় পোশাক-আসাকের বিষয়ে সতর্ক (mindful of their attire  )থাকেন। 

১০ তারিখে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, হিমসাগর অ্যাপার্টমেন্টে পোশাক-আসাকের বিষয়ে সতর্ক থাকতে। এই বিজ্ঞপ্তি দ্রুত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। এই নোটিসের মাধ্যমে আবাসিকদের অনুরোধ করা হয়, তাঁরা যেন লুঙ্গি বা নাইটি পরে (ungis and nighties) ফ্ল্যাটের বাইরে পা না রাখেন। সোশ্যাল মিডিয়ায় এই বিজ্ঞপ্তি প্রকাশিত হতেই নেটিজেনদের সমালোচনার শিকার হয় আবাসন কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত। 


ড্রেস কোড শীর্ষক এই বিজ্ঞপ্তিতে বলা হয় সোশাইটির কোথাও বের হলেই যেন পোশাকের ব্যাপারে সচেতন হন তাঁরা। 


সেখানে বলা হয়, "আপনাদের সকলের কাছ থেকে আশা করা হচ্ছে যে,  যখনই যে কোনও সময় প্রকাশ্যে বের হবেন , আপনার আচরণ এবং পোশাকের প্রতি বিশেষ নজর রাখবেন, যাতে আপনি আপনার আচরণে কাউকে আপত্তি করার সুযোগ না দেন... তাই সবাইকে অনুরোধ করা হচ্ছে ঘরের পোশাক লুঙ্গি ও নাইটি পরে ঘোরাঘুরি না করার জন্য।" 


RWA এর সভাপতি CK Kalra বলেন, সোশাইটির তরফে এটি একটি ভাল সিদ্ধান্ত এবং প্রত্যেককে অবশ্যই এটি মেনে চলতে হবে।  বিরোধিতা করার কিছু নেই৷ মহিলারা যদি নাইটি পরেন এবং ঘোরাফেরা করেন তবে তা পুরুষদের জন্য অস্বস্তিকর হবে এবং পুরুষরা যদি লুঙ্গি পরেন যা মহিলাদের জন্যও অস্বস্তিকর হবে । আমাদের একে অপরকে সম্মান করতে হবে" 


কেউ কেউ এই পদক্ষেপের প্রশংসা করলেও সোশাল মিডিয়ায় কেউ কেউ এর সমালোচনা করেছেন। নেটিজেনদের একজন লিখেছেন, "নাইটি এবং লুঙ্গিগ জনসমক্ষে পরার জন্য কিছুটা অনুপযুক্ত-  এই ভাবনা অনেকে সেকেলে বলবেন তবে কিছু ড্রেসিং প্রোটোকল অনুসরণ করা ভাল"


আরেক নেটিজেন আবার লিখেছেন, তাহলে তো কার্টুন আঁকা বক্সার শর্টস বা প্রিন্টেট নাইট স্যুটও নিষিদ্ধ করা দরকার ছিল। 


কেউ কেউ আবার বলছেন RWA র আচরণ খাপ পঞ্চায়েতের মতো। 

এভাবেই কেউ পক্ষে , কেউ বিপক্ষে মন্তব্য করেছেন। কিন্তু আবাসন কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত যে ঝড় তুলেছে তা বলাই বাহুল্য ! এখন চাপের মুখে এই সিদ্ধান্ত শিথিল বা রদ হয় কিনা, বলবে সময়।