নয়াদিল্লি: সরযূ নদীর তীরে আলোর মেলা। লক্ষ লক্ষ প্রদীপে সেজে উঠেছে নদীর তীর।  ১২ লাখ প্রদীপের শিখায় আজ ঝলমল করছে সরযূর তীর। সবচেয়ে বেশী প্রদীপ একসঙ্গে জ্বালানোর জন্য গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নিজের জায়গা করে নিল এই দীপোৎসব।


গতবছর অযোধ্যার দীপোৎসবে প্রায় ৬ লাখ প্রদীপ জ্বালানো হয়েছিল। প্রতিবারই আলোর মালায় দীপাবলির সময় মনোরম পরিবেশ তৈরি হয় এই সরযূর তীরে। থাকে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে আলোর বিভিন্ন প্রদর্শনী। আয়োজন করা হয় লেজার শো-র ও। এদিন অনুষ্ঠান দেখার জন্য সরযূর তীরে জনসমাগমও দেখা যায়। 


এবার দীপোৎসবে আলোর মালায় সেজেছে অযোধ্যা। ১২ লক্ষ প্রদীপে সাজানো হয়েছে সরযূ তীরের শহর। শুধুমাত্র রাম কি পওড়ি ঘাটেই জ্বালনো হয়েছে ৯ লক্ষ প্রদীপ। বাকি ৩ লক্ষ প্রদীপে সাজানো হয়েছে অযোধ্যা। ব্যবহার করা হয়েছে ৩৬০০ লিটার সর্ষে তেল।


বুধবার সারাদিনই রাম জন্মভূমিতে ছিল বিভিন্ন কর্মসূচি। সকাল ১০টায় রামের শোভাযাত্রা বের করা হয়েছিল। দীপোৎসবে ৪৫ জন স্বেচ্ছাসেবক ছিলেন। তা ছাড়াও রাম মনোহর লোহিয়া, আওধ বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, ১৫টি বিশ্ববিদ্যালয়, ৫টি কলেজের শিক্ষার্থীরা স্বেচ্ছাসেবক হিসেব যোগ দিয়েছেন।  


রাম কি পৌরি ঘাটে এদিন ৯ লক্ষের বেশি প্রদীপ জ্বালানো হয়েছে। এছাড়াও শহরের বিভিন্ন জায়গায় ৩ লক্ষের বেশি প্রদীপ জ্বালিয়ে রেকর্ড তৈরি করা হয়েছে। এদিন উৎসবে যোগী আদিত্যনাথের সঙ্গে উপস্থিত কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী জি কিষাণ রেড্ডি, রাজ্যপাল আনন্দীবেন।


কথিত আছে, ১৪ বছর বনবাসের শেষে রাবণ বধ করে কার্তিক মাসের অমাবস্যার দিনেই অযোধ্যায় ফিরেছিলেন রামচন্দ্র। তাঁকে স্বাগত জানাতে ঘরে ঘরে প্রদীপ জ্বালিয়েছিলেন অযোধ্যাবাসী। সেই দীপাবলির সূচনা। ২০১৭ সালে উত্তরপ্রদেশে ক্ষমতায় এসে রাম কি পৌরি ঘাটে দীপোৎসবের সূচনা করেন যোগী আদিত্যনাথ। গোটা শহর জুড়ে বিভিন্ন পৌরাণিক জায়গায় প্রদীপ জ্বালানো হয়। প্রতি বছরই পালিত হয় এই উৎসব। তবে এইবছর সবচেয়ে বেশি প্রদীপ জ্বালানোর রেকর্ড করে গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নিজের জায়গা করে নিল অযোধ্যার এই দীপোৎসব।