মোরবি: গুজরাতের (Gujarat) মোরবি জেলায় (Morbi district) মর্মান্তিক দুর্ঘটনা। একটি নুন প্যাকেজিং কারখানার (Salt Packaging Factory) দেওয়াল ভেঙে মৃত্যু হল ১২ জন শ্রমিকের। সংবাদসংস্থা পিটিআই সূত্রে এমনই জানা গিয়েছে।


শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর


এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi)। তিনি ট্যুইট করে জানিয়েছেন, ‘মোরবিতে দেওয়াল ভেঙে পড়ে যে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে, তা হৃদয় বিদারক। এই শোকের সময় আমি শোকগ্রস্ত পরিবারগুলির প্রতি সমবেদনা প্রকাশ করছি। যাঁরা এই দুর্ঘটনায় আহত হয়েছেন, তাঁরা যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন। স্থানীয় প্রশাসন দুর্গতদের যথাসম্ভব সাহায্য করছে।’


প্রধানমন্ত্রীর দফতরের আর্থিক সাহায্য


প্রধানমন্ত্রীর দফতরের (PMO) পক্ষ থেকেও এই দুর্ঘটনায় মৃতদের পরিবারপিছু ২ লক্ষ টাকা করে সাহায্য করার কথা ঘোষণা করা হয়েছে। এছাড়া প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল (PMNRF) থেকে আহতদের ৫০ হাজার টাকা করে সাহায্য দেওয়ার কথাও ঘোষণা করা হয়েছে।


শোকপ্রকাশ গুজরাতের মুখ্যমন্ত্রীর


এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেলও (Gujarat Chief Minister Bhupendra Patel)। তিনি মোরবির জেলাশাসক এবং প্রশাসনের অন্যান্য আধিকারিকদের দ্রুত ত্রাণ ও উদ্ধারকার্য শুরু করার নির্দেশ দেন। মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে মৃতদের নিকটাত্মীয়দের চার লক্ষ টাকা করে সাহায্য দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে।


দুর্ঘটনাটি ঘটেছে মোরবি জেলার হালভাড শিল্পতালুকে সাগর সল্ট ফ্যাক্টরিতে। এ প্রসঙ্গে গুজরাতের শ্রম ও কর্মনিযুক্তি মন্ত্রী এবং স্থানীয় বিধায়ক ব্রিজেশ মেরজা জানিয়েছেন, ‘কারখানাটির অন্তত ১২ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। ধ্বংসস্তূপের নিচে আর কোনও শ্রমিক চাপা পড়ে আছে কি না, সেটা খুঁজে বের করার চেষ্টা চলছে। এখনও উদ্ধারকার্য চলছে। শোকগ্রস্ত পরিবারগুলির পাশে আছে সরকার।’


প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ধ্বংসস্তূপ থেকে মৃতদেহ সরানোর জন্য বুলডোজার ব্যবহার করা হচ্ছে। ধ্বংসস্তূপ সরানোর জন্যও বুলডোজার কাজে লাগানো হচ্ছে। স্থানীয় জেলাশাসক জানিয়েছেন, যে সময় দুর্ঘটনা ঘটেছে, তখন নুনের বস্তায় নুন ভরার কাজ করছিলেন শ্রমিকরা। হঠাৎই দেওয়াল ভেঙে পড়ে। এর ফলে অন্তত ১২ জনের মৃত্যু হয় এবং বেশ কয়েকজন আহত হন।