Gujarat Local Body Election Results LIVE: গুজরাতে অব্যাহত গেরুয়া ঝড়, মিউনিপ্যালিটি, জেলা পঞ্চায়েত ভোটে বিজেপি বড় জয়ের পথে
গুজরাতে ৮১ টি মিউনিসিপালিটি, ৩১ জেলা পঞ্চায়েত ও ২৩১ টি তালুকা পঞ্চায়েতে আজ ভোটের ফল ঘোষণা।
দুপুর ২ টো পর্যন্ত ফলাফল-
নগরপালিকা (৮১) : মোট আসন- ২৭২০
বিজেপি জিতেছে ১১৪৫ আসনে
কংগ্রেস ২০৯ আসনে
আপ ২ ও বিএসপি ২ আসনে, অন্যান্যরা ১০ আসনে।
জেলা পরিষদ (৩১) : মোট আসন- ৯৮০
৮১টি মিউনিসিপ্যালিটির মধ্যে ভোট ২৭২০ আসনে। যার মধ্যে এখনও ঘোষিত ৭৮৯টি আসন। বিজেপি যার মধ্যে ৬৩১টিতেই জিতে নিয়েছে। কংগ্রেস জিতেছে ১৩৩টিতে।
২৩১টি তালুকা পঞ্চায়েতের মধ্যে মোট ৪৭৭৪ মিটিংয়ে ভোট হয়েছে। আপাতত যার মধ্যে ১৩৪৯টি মিটিংয়ের ফলাফল ঘোষিত হয়েছে। যার মধ্যে বিজেপি ৯৬২ আসনে জিতে নিয়েছে। কংগ্রেস জিতেছে ৩৫৯টিতে। আপ ১০টি ও বহুজন সমাজবাদী পার্টি ৩ আসনেে জিতেছে।
৮১ মিউনিসিপ্যালিটির মধ্যে ইতিমধ্যে ৭টিতে জয় হাসিল করে ফেলেছে বিজেপি। প্রাথমিক ট্রেন্ড বলছে ২৭২০ মিউনিসিপ্যালিটি আসনের মধ্যে ভোটগনণা হওয়া ৮৮৭টি আসনের মধ্যে ৬৯৯টিতেই এগিয়ে এগিয়ে বিজেপি। কংগ্রেসের লিড ১৪০ আসনে। বাকিরা এগিয়ে ৪৪ আসনে।
প্রাথমিক ইঙ্গিতের সঙ্গে সাযুজ্য রেখে লিড বাড়াচ্ছে বিজেপি। শেষ পাওয়া খবর অনুযায়ী জেলা পঞ্চায়েতের ৬২টি আসনে এগিয়ে বিজেপি, ৬টি আসনে এগিয়ে কংগ্রেস। টক্কর দিচ্ছে মিমও।
গুজরাতের ৯৮০টি জেলা পঞ্চায়েত আসনের ভোট গণণা চলছে। আপাতত প্রথম দফার পর দেখা যাচ্ছে বিজেপি ৪৮টি, কংগ্রেস ৪টি আসনে এগিয়ে। আসাদউদ্দিন ওয়েইসির দল মিম বারুচা, গোধরায় মিউনিপ্যাল ও জেলা পঞ্চায়েতের ভোটে লড়ছে, তাই সেখানকার ফলাফলের দিকে নজর অনেকের।
৮২৩৫ টি আসনের মধ্যে ৮১৬১ আসনে লড়ছে, ৭৭৭৮ আসনে কংগ্রেস ও আপ লড়ছে ২০৯০ আসনে। এবার লড়াইয়ের মঞ্চে নেমেছে মিমও। ভোটের গণণাতেও দেখা যাচ্ছে কড়া টক্কর দিচ্ছে আসাদউদ্দিন ওয়াইসির দল।
প্রেক্ষাপট
আহমেদাবাদ : গুজরাতে আর ফের গুরুত্বপূর্ণ ফল ঘোষণার দিন। ৮১ টি মিউনিসিপালিটি, ৩১ জেলা পঞ্চায়েত ও ২৩১ টি তালুকা পঞ্চায়েতে আজ ভোটের ফল ঘোষণা। গত রবিবার যে কেন্দ্রগুলিতে ভোটগ্রহণ হয়েছিল। ভোট পড়েছিল ৫৪.৯৫ শতাংশ। ভোট হয়েছিল মোট ৮২৩৫ আসনে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -