নয়াদিল্লি : জ্ঞানবাপী ইস্যুতে উত্তাল দেশ। পুলিশ সূত্রে খবর, বারাণসীর জ্ঞানবাপী মসজিদ কমপ্লেক্সের ভিতরে পাওয়া একটি 'শিবলিঙ্গ' সম্পর্কে দাবি নিয়ে সোশ্যাল মিডিয়ায় করা এক পোস্টের প্রেক্ষিতে দিল্লি বিশ্ববিদ্যালয়ের এক সহযোগী অধ্যাপককে শুক্রবার রাতে গ্রেফতার করা হয়েছে। হিন্দু কলেজের (Hindu College) অধ্যাপক রতন লালকে উত্তর দিল্লির সাইবার থানার অফিসাররা গ্রেফতার করে। তার বিরুদ্ধে ধর্মের ভিত্তিতে গোষ্ঠীর মধ্যে শত্রুতা তৈরি করা এবং সম্প্রীতি নষ্ট করার জন্য ক্ষতিকর কাজ করার অভিযোগ আনা হয়েছে।
মঙ্গলবার অধ্যাপক লালের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন দিল্লির এক আইনজীবী। অ্যাডভোকেট বিনীত জিন্দল ( Advocate Vineet Jindal ) অভিযোগ করেন, অধ্যাপক লাল সম্প্রতি জ্ঞানবাপী 'শিবলিঙ্গ' নিয়ে সম্পর্কে " অবমাননাকর, উস্কানিমূলক এবং উত্তেজক টুইট" শেয়ার করেছেন। অভিযোগকারীর কথায়, লাল তাঁর টুইটার অ্যাকাউন্টে যে বিবৃতি দিয়েছেন তা "উস্কানিমূলক এবং উস্কানিমূলক" ! আইনজীবী তাঁর অভিযোগে বলেছেন, বিষয়টি অত্যন্ত সংবেদনশীল প্রকৃতির এবং আদালতে বিচারাধীন ।
এর আগে এই পোস্টটি সম্পর্কে পক্ষে অধ্যাপক লাল জানান, "ভারতে, আপনি যদি কোনও বিষয়ে কথা বলেন, কারও বা অন্যের অনুভূতিতে আঘাত করা হবে। তাই এটি নতুন কিছু নয়। আমি একজন ইতিহাসবিদ এবং বেশ কয়েকটি পর্যবেক্ষণ করেছি। আমি সেগুলি লিখেছি। আমি আমার পোস্টে খুব সতর্ক ভাষা ব্যবহার করেছি ... "
কংগ্রেস নেতা দিগ্বিজয় সিংহ অধ্যাপকের গ্রেফতারের নিন্দা করেছেন।
এই ঘটনায় ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে। ট্যুইটার ট্রেন্ডিং হয়েছে ।