নয়াদিল্লি: গত কিছুদিন ধরে রাজস্থান, মহারাষ্ট্রের বিদর্ভ এনং দিল্লির বেশ কিছু জায়গায় প্রবল তাপপ্রবাহ (Heatwave) চলছিল। এদিন আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানান হয়েছে যে, আগামীকাল থেকে এই সমস্ত জায়গায় কমতে পারে তাপপ্রবাহ। তবে, তীব্র গরমের দাবদাহ কমের খবরে কিছুটা স্বস্তি দেওয়ার পাশাপাশি চিন্তার কথাও জানিয়েছে আবহাওয়া দফতর। দেশের বেশ কিথু জায়গায় হতে পারে বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টি (Thunderstorm)। তারই হলুদ সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দফতরের পক্ষ থেকে।


বজ্রবিদ্যুৎসহ ঝড়-বৃষ্টির পূর্বাভাস-


আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানান হয়েছে যে, পশ্চিম রাজস্থান এবং মহারাষ্ট্রের বিদর্ভ এলাকায় গত সপ্তাহের গোটাটাই তাপপ্রবাহ চলছিল। সেখানে তাপমাত্রা ছিল ৪৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আগামীকাল থেকে এই তাপমাত্রা কিছুটা কমতে পারে। আবহাওয়া দফতরের আধিকারিকরা জানাচ্ছেন যে, বৃহস্পতিবার থেকে মধ্য এবং উত্তর ভারতের নানা অঞ্চলে তীব্র গরমের দাবদাহ কমবে। তবে, জম্মু, কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, পূর্ব মধ্যপ্রদেশ, বিহার, ওড়িশা, ছত্তিশগড় এবং দক্ষিণ ভারতে শুক্রবার পর্যন্ত বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎসহ ঝড়-বৃষ্টির পূর্বাভাসের কারণে হলুদ সতর্কতাও জারি করেছে আবহাওয়া দফতর। আবহাওয়াবিদরা আরও জানিয়েছেন যে, আপাতত মধ্য মহারাষ্ট্রে তাপমাত্রা একটু বেশিই থাকবে। শুক্রবার নাগাদ বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হবে। সেই নিম্নচাপ ঘূর্ণিঝড়েও পরিণত হতে পারে। তবে, মহারাষ্ট্র এবং গুজরাতে তাপপ্রবাহ আপাতত কমছে না। ওই দুই রাজ্যে তাপপ্রবাহ চলবে বলেই আবহাওয়াবিদরা জানিয়েছেন।


আরও পড়ুন - Thunderstrom Safety Tips: বজ্রবিদ্যুৎসহ ঝড়-বৃষ্টি হলে যে কাজগুলো একেবারেই করবেন না


দক্ষিণবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস-


প্রসঙ্গত, আগামী ৪ মে পর্যন্ত দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টির সম্ভাবনা। পূর্বাভাসে এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। গত দুদিনের বৃষ্টির জেরে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ২১ ডিগ্রি সেলসিয়াসে। জানা গিয়েছে,  উত্তরবঙ্গেও বৃষ্টি চলবে অন্তত আরও ২ দিন।