হায়দরাবাদ: এবার ভয়াবহ অগ্নিকাণ্ডের (Massive fire) ঘটনা হায়দরাবাদে (Hyderabad)। সেখানে সেকেন্দ্রাবাদের বাতিল জিনিসের গুদামে (Scrap Godown) লাগল ভয়াবহ আগুন। ভিতরে ১২ জন আটকে ছিল বলে আশঙ্কা করা হচ্ছে।


হায়দরাবাদে ভয়াবহ আগুন


একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা। এবার হায়দরাবাদে বাতিল জিনিসের গুদামে আগুন লাগল। এখনও পর্যন্ত গুদাম থেকে মোট ১১ জনের অগ্নিদগ্ধ দেহ উদ্ধার হয়েছে। যদিও ঠিক কীভাবে কী কারণে আগুন লাগল সেই কারণ সম্পর্কে কিছুই জানা যায়নি। 


বুধবার ভোরের দিকে সেকেন্দ্রাবাদের বইগুড়া অঞ্চলে এক গুদামে আগুন লাগে। অগ্নিকাণ্ডের পর গুদাম থেকে বেরিয়ে আসতে সক্ষম হন এক শ্রমিক। তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 


ঠিক কী ঘটে?


পুলিশ সূত্রে খবর, অন্তত ১২ জন কর্মী ওই গুদামের দোতলায় ঘুমোচ্ছিলেন যখন আগুন লাগে গুদামের এক তলায়। 'কর্মীদের বেরিয়ে আসার একমাত্র রাস্তা ছিল একতলার বাতিল জিনিসের দোকান যেটার শাটার বন্ধ ছিল,' বলছেন স্থানীয় পুলিশ। 


সকাল ৮টা নাগাদ প্রায় ১১ জনের দেহ উদ্ধার করা হয়। একজন কর্মী পালাতে পারেন। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসা চলছে তাঁর।


ভোররাত তিনটে নাগাদ দমকলে খবর যায় এবং ৯টি ইঞ্জিন ঘটনাস্থলে উপস্থিত হয়। প্রায় ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। ফাইবার কেবল থাকার জন্য আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে জানা যাচ্ছে। পুলিশ সূত্রে খবর, যাঁদের দেহ উদ্ধার হয়েছে তাঁরা পরিযায়ী শ্রমিকের কাজ করতেন। প্রত্যেকের দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।


আরও পড়ুন: No Toll Plazas within 60km: এই দূরত্বের মধ্যে দিতে হবে না ২ বার টোল ট্যাক্স, বড় 'ঘোষণা' সরকারের


গতকাল কলকাতার নিউ আলিপুরে (New Alipore) রঙের গুদামে বিধ্বংসী আগুন লাগে। নিউ আলিপুরের চেতলা রোডে এই ঘটনা ঘটে। দাউদাউ আগুন ও ধোঁয়ায় এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। বিধ্বংসী আগুন নেভাতে এলাকায় পৌঁছয় দমকলের একাধিক ইঞ্জিন। ভয়াবহ আগুনে ভেঙে পড়ে গুদামের একাংশ।


রঙের গুদামের পাশেই ঝুপড়ি। ঘিঞ্জি এলাকা হওয়ায় ঝুপড়িতে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় শঙ্কিত এলাকার বাসিন্দারা। অন্যদিকে আগুন লাগার খবর দেওয়ার পরেও দমকল আসতে দেরি করেছে বলে অভিযোগ ওঠে। স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দেয়।