নয়াদিল্লি: গতকালের কপ্টার দুর্ঘটনায় একমাত্র জীবিত ব্যক্তি গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিংহকে আজ উন্নত চিকিৎসার জন্য ওয়েলিংটনের সেনা হাসপাতাল থেকে বেঙ্গালুরুর কম্যান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হল। সংবাদসংস্থা এএনআই সূত্রে এমনই জানা গিয়েছে। গতকাল দুর্ঘটনার পর তাঁকে ওয়েলিংটনের সেনা হাসপাতালে ভর্তি করা হয়। আজ তাঁর বাবাকে উদ্ধৃত করে সংবাদসংস্থা পিটিআই জানায়, ওয়েলিটংনের সেনা হাসপাতাল থেকে বেঙ্গালুরুতে নিয়ে যাওয়া হচ্ছে। পরে এএনআই-ও একই খবর জানায়। 


সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিংহের শারীরিক অবস্থা সঙ্কটজনক হলেও, তিনি আপাতত স্থিতিশীল। তাঁর তিনটি অস্ত্রোপচার হয়েছে। 


পিটিআই-এর প্রশ্নের জবাবে গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিংহের বাবা অবসরপ্রাপ্ত কর্নেল কে পি সিংহ জানিয়েছেন, ‘ও কেমন আছে আমি নিশ্চিতভাবে বলতে পারছি না। আমি এ বিষয়ে কিছু বলতে পারব না।’ 


মধ্যপ্রদেশের রাজধানী ভোপালে অবসরপ্রাপ্ত কর্নেল কে পি সিংহের প্রতিবেশী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল ঈশান আর জানিয়েছেন, ‘আমার আশা, গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিংহ সুস্থ হয়ে উঠবে। গতকাল যখন কপ্টার দুর্ঘটনার খবর আসে, তখন মুম্বইয়ে ছোট ছেলে তনুজের কাছে ছিলেন কর্নেল কে পি সিংহ ও তাঁর স্ত্রী উমা। তনুজ আবার ভারতীয় নৌবাহিনীতে লেফটেন্যান্ট কম্য়ান্ডার। আজ সকালে কর্নেল কে পি সিংহের সঙ্গে আমার কথা হয়েছে। তিনি বলেছেন, তাঁর ছেলে লড়াই করতে পারে। ও এই লড়াইয়েও জয় পাবে। গত বছর তেজস যুদ্ধবিমান নিয়ে জরুরি পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছিল গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিংহকে। সফলভাবে সেই পরিস্থিতি সামাল দেওয়ার পর সাহসিকতার জন্য গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিংহকে এ বছরের স্বাধীনতা দিবসে শৌর্য চক্র দেওয়া হয়।’ 


আজ সংসদে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ জানিয়েছেন, গতকালের দুর্ঘটনা নিয়ে তদন্ত শুরু হয়েছে। তদন্ত করছেন এয়ার মার্শাল মানবেন্দ্র সিংহ। কী কারণে এভাবে চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত সহ ১৩ জনের মৃত্যু হল, সেটা খতিয়ে দেখা হচ্ছে। 


প্রতিরক্ষামন্ত্রী আরও জানিয়েছেন, গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিংহকে সুস্থ করে তোলার জন্য সবরকম চেষ্টা করা হচ্ছে।