জয়পুর: এবার রাজস্থানের জয়সলমীরের কাছে ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার মিগ-২১ যুদ্ধবিমান। শুক্রবার সন্ধেয় এই দুর্ঘটনা ঘটেছে। যুদ্ধবিমানের পাইলটের সন্ধানে তল্লাশি শুরু হয়েছে বলে জানা গিয়েছে। 


জানা গেছে, ওই মিগ-২১ যুদ্ধবিমান জয়সলমীরের সাম থানার অন্তর্গত ডেজার্ট ন্যাশনাল পার্ক সংলগ্ন এলাকায় ভেঙে পড়ে। জয়সলমীরের পুলিশ সুপার অজয় সিংহ এ কথা জানিয়েছেন।   



ভারতীয় বায়ুসেনার পক্ষ থেকে ট্যুইট করে এই দুর্ঘটনার খবর জানানো হয়। বায়ুসেনার ট্যুইটে বলা হয়, বায়ুসেনার একটি মিগ-২১ বিমান ওয়েস্টার্ন সেক্টরে একটি প্রশিক্ষণ সংক্রান্ত আউটিংয়ের সময় দুর্ঘটনার মুখে পড়ে। এই ঘটনায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। 


উল্লেখ্য, কিছুদিন আগেই তামিলনাড়ুতে ভারতীয় বায়ুসেনার হেলিপক্টার ভেঙে পড়ায় প্রাক্তন চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত, তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াত, ব্রিগেডিয়ার লখউইন্দর সিংহ লিড্ডর ও আরও ১১ জনের মৃত্যু হয়েছিল। কোয়েম্বাত্তোরের সুলুর এয়ার বেস থেকে রওনা দেওয়ার কিছুক্ষণ পরেই তামিলনাড়ুর কুন্নুরে ভেঙে পড়েছিল বায়ুসেনার এমআই-১৭ভি-৫ হেলিকপ্টার। এই মর্মান্তিক দুর্ঘটনায় জেনারেল রাওয়াত সহ ১৪ জনের মৃত্যু হয়েছিল।


সম্প্রতি কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সংসদে জানানো হয়েছিল যে, গত দুই বছরে বায়ুসেনার সাতটি বিমান ভেঙে পড়েছে।
লোকসভায় প্রতিরক্ষা প্রতিমন্ত্রী অজয় ভট্ট বলেছিলেন যে, গত দুই বছরে বায়ুসেনার মোট সাতটি বিমান ভেঙে পড়েছে। এরমধ্যে রয়েছে একটি মিরাজ ২০০ বিমান। ওই বিমান সম্প্রতি মধ্যপ্রদেশে ভেঙে পড়েছিল। সরকারের পক্ষ থেকে আরও জানানো হয় যে, ২০১৭-র মার্চ থেকে ১৫ সামরিক হেলিকপ্টার দুর্ঘটনায় ৩১ জনের মৃত্যু হয়েছে। এই সময় পর্বে ভারতীয় সেনা ও ভারতীয় বায়ুসেনার সাতটি করে হেলিকপ্টার দুর্ঘটনার মুখে পড়েছে। যে ১৫ হেলিকপ্টার দুর্ঘটনার শিকার হয়েছে, সেগুলির মধ্যে রয়েছে চারটি অ্যাডভান্সড লাইট হেলিকপ্টার (এএলএইচ), চারটি চিতা, দুটি এএলএইচ (ওয়েপন সিস্টেম ইন্টিগ্রেটেড) ভার্সনস, তিনটি এমআই-১৭ ভি৫, একটি এমআই ১৭ ও একটি চেতক।