নয়াদিল্লি: রাজধানীতে ৯০ ছুঁইছুঁই শয্যাশায়ী বৃদ্ধাকে ধর্ষণের (Elderly Woman Physically Assaulted) অভিযোগ সাফাইকর্মীর বিরুদ্ধে। পরিবারের বাকি সদস্যদের অনুপস্থিতিতে বাড়িতে ঢুকে বৃদ্ধার উপর নির্যাতন হয় বলে অভিযোগ। অভিযুক্ত যুবককে ইতিমধ্যেই গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। তাঁর কাছ থেকে নির্যাতিতার মোবাইল ফোনটি উদ্ধার করা গিয়েছে বলে জানা গিয়েছে।
দিল্লির (Delhi Physical Assault) তিলকনগরের ঘটনা। রবিবার বিকেলে এই নারকীয় ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, ঘটনার সময় বাড়িতে একাই ছিলেন নির্যাতনের শিকার ৮৭ বছর বয়সি ওই বৃদ্ধা। তাঁর ৬৫ বছরের মেয়ে বিকেলে হাঁটতে বেরিয়েছিলেন। সেই সময় বাড়িতে ঢুকে পড়েন বছর ৩০-এর অভিযুক্ত।
পুলিশ (Delhi Police) জানিয়েছে, আচমকা ওই যুবককে বাড়ির মধ্যে দেখে হতবাক হয়ে যান বৃদ্ধা। কী কারণে এসেছেন জানতে চাইলে গ্যাসের সংস্থার কর্মী বলে নিজের পরিচয় দেন তিনি। রান্নার গ্যাস সংক্রান্ত সমস্যা মেটাতে তাঁকে ডাকা হয়েছে বলে জানান। এর পরই বৃদ্ধার উপর অভিযুক্ত নির্যাতন চালান বলে অভিযোগ।
আরও পড়ুন: Transgender Marriage: সাক্ষী রইলেন পরিবার-পরিজন, প্রেমদিবসেই সাতপাকে বাঁধা পড়লেন রূপান্তরকামী যুগল
দিল্লি পুলিশ জানিয়েছে, অভিযুক্ত পশ্চিম দিল্লির বাসিন্দা। সাফাই কর্মী হিসেবে কাজ করেন। অভিযোগ পাওয়ার ১৬ ঘণ্টার মধ্যেই তাঁকে গ্রেফতার করা হয়। নির্যাতিতার মোবাইল ফোনটিও হাতিয়ে নিয়েছিলেন অভিযুক্ত। সেটি উদ্ধার হয়েছে। বিষয়টির তদন্ত করে দেখতে নিযুক্ত করা হয়েছে বিশেষ তদন্তকারী দলকে (SIT)।
যদিও নির্যাতিনের শিকার বৃদ্ধার পরিবারের দাবি, পুলিশ ব্যবস্থা নিতে অনেক দেরি করেছে। প্রথমে অভিযোগ জমাও নেয়নি। কিন্তু দিল্লি পুলিশ এই অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, অভিযোগ পাওয়া মাত্রই এফাইআর দায়ের হয়।
শুরুতে নির্যাতিতার মেয়ে শুধুমাত্র মোবাইল চুরি যাওয়ার অভিযোগ দায়ের করেছিলেন বলেও দাবি করেছে দিল্লি পুলিশ। পুলিশ জানিয়েছে, প্রথমে মোবাইল চুরি পরে যৌন নির্যাতনের অভিযোগ দায়ের হয়। সেই মতো সংশ্লিষ্ট ধারায় এফআইআর দায়ের করা হয়েছে। নির্যাতিতার কাউন্সেলিং করানো হচ্ছে। সবরকম ভাবে তাঁকে সাহায্য করার চেষ্টা চলছে।