TDS Update: ৩১ জুলাইয়ের মধ্যে করতে হবে এই কাজ, না হলে ১ লক্ষ টাকা জরিমানা

TDS Refund Status: হাতে রয়েছে আর মাত্র কয়েকটা দিন। ৩১ জুলাইয়ের মধ্যে দাখিল করতে হবে আয়কর রিটার্ন।

Continues below advertisement


TDS Refund Status: হাতে রয়েছে আর মাত্র কয়েকটা দিন। ৩১ জুলাইয়ের মধ্যে দাখিল করতে হবে আয়কর রিটার্ন। আপনি যদি এখনও ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স (TDS)রিটার্ন ফাইল করতে ভুলে গিয়ে থাকেন, তাহলে দেরির জন্য দিতে হতে পারে মোটা টাকা জরিমানা। 

Continues below advertisement

Income Tax Return: ১ লাখ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে

আপনি যদি কোনও কারণে ৩১ জুলাইয়ের মধ্যে TDS রিটার্ন দাখিল না করেন, তাহলে আয়কর বিভাগ (Income Tax)আপনার থেকে এরজন্য লেট ফি নেবে। সেই ক্ষেত্রে দেরির জন্য প্রতিদিন ২০০ টাকা করে 'লেট ফি' নেবে আয়কর বিভাগ। এ ছাড়াও টাকার অঙ্ক অনুসারে ১০ হাজার টাকা থেকে সর্বোচ্চ ১ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা করতে পারে Income Tax Department।

TDS Update: সময়ের মধ্যে রিটার্ন দাখিল করুন 
ITR-এর নিয়ম অনুসারে, আপনাকে প্রতি ত্রৈমাসিকে টিডিএস রিটার্ন ফাইল করতে হবে। টিডিএস রিটার্ন দাখিলের শেষ তারিখ ৩১শে জুলাই। প্রতি ত্রৈমাসিক শেষে আগামী মাসের শেষ তারিখের মধ্যে TDS রিটার্ন দাখিল করার নিয়ম। এপ্রিল-জুন প্রান্তিকের জন্য রিটার্ন ৩১ জুলাইয়ের মধ্যে, জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকের জন্য ৩১ অক্টোবরের মধ্যে, অক্টোবর-ডিসেম্বর ত্রৈমাসিকের জন্য ৩১ জানুয়ারির মধ্যে ও জানুয়ারি-মার্চ ত্রৈমাসিকের জন্য ৩১ মের মধ্যে রিটার্ন দাখিল করতে হবে। অন্যথায় সমস্যায় পড়তে হবে আপনাকে।

Income Tax Return: এই নথিগুলি প্রস্তুত করতে ভুলবেন না

টিডিএস রিটার্ন ফাইল করার জন্য আপনার ফর্ম 16 বা 16-এ প্রয়োজন। যা যেকোনও ধরনের আয়ের ওপর কর ছাড়ের একটি সার্টিফিকেট। এতে নিয়োগকর্তার কর্মচারীর জন্য দেওয়া করের বিস্তারিত বিবরণ থাকে। এ ছাড়াও করদাতারা ফর্ম 26AS এর মাধ্যমে তাদের TDS, TCS-এর অগ্রিম কর মূল্যায়ন করতে পারেন।

আরও পড়ুন : Virus Alert: 'গোপন কথাটি রবে না গোপনে', যদি ফোনে থাকে এই ২০টি অ্যাপ

Continues below advertisement
Sponsored Links by Taboola