বিজেন্দ্র সিংহ, নয়াদিল্লি: শিশির অধিকারীর (Sisir Adhikari) সাংসদ পদ খারিজের দাবির প্রেক্ষিতে ২৮ জুলাই সংসদ ভবনে শুনানি। তৃণমূলের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়কে হাজিরার জন্য চিঠি দিল সংসদের (Parliament) প্রিভিলেজ ও এথিক্স কমিটি। ওই দিন শুনানিতে উপস্থিত হয়ে শিশির অধিকারীর বিজেপিতে যোগদানের তথ্যপ্রমাণ পেশ করবেন সুদীপ।


শিশিরের দাবি:
এর আগে শিশির অধিকারী দাবি করেন, তিনি যে তৃণমূলেই (TMC) আছেন, অন্য কোনও দলের পতাকা ধরেননি, তা চিঠি দিয়ে জানিয়েছেন। শিশির অধিকারীর বিজেপিতে যোগদানের পক্ষে তৃণমূল কী তথ্যপ্রমাণ পেশ করবে? জল্পনা রয়েছে সেটা নিয়েই।  ওই তথ্যপ্রমাণ ও বাকি বক্তব্য শোনার পরেই শিশির অধিকারীর সাংসদ পদ খারিজ করার বিষয়ে সিদ্ধান্ত নেবে সংসদের প্রিভিলেজ কমিটি। 


পশ্চিমবঙ্গ থেকে লোকসভার প্রিভিলেজ কমিটিতে রয়েছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee), বিজেপি সাংসদ দিলীপ ঘোষের (Dilip Ghosh) মতো নেতারা। দু’তরফের বক্তব্য পর্যালোচনা করে দেখবেন তাঁরা। তার পর স্পিকারকে সেই অনুযায়ী সুপারিশ করা হবে। তবে শিশিরের সাংসদ পদ থাকবে, না তা বাতিল করা হবে, সেই সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন স্পিকারই।


এর আগে শিশির অধিকারী ও সুনীল মণ্ডলের সাংসদ পদ খারিজের দাবি তুলেছিলেন তৃণমূলের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের দাবি, বিজেপিতে (BJP) যোগ গিয়েছেন সাংসদ শিশির অধিকারী। 


রাষ্ট্রপতি নির্বাচনে দিল্লিতে ভোট:
সম্প্রতি রাষ্ট্রপতি নির্বাচনে শিশির অধিকারীর ভোটদান নিয়েও জল্পনা তৈরি হয়েছিল। তৃণমূলের অধিকাংশ নেতা-নেত্রী কলকাতায় ভোট দিয়েছেন। কিন্তু শিশির অধিকারী ভোট দিয়েছেন দিল্লিতে গিয়ে। আগেই শিশির অধিকারী বলেছিলেন বিরোধীদের প্রার্থী যশবন্ত সিনহাকে ভোট দেবেন। সেক্ষেত্রে কেন কলকাতায় তৃণমূলের বাকি সাংসদ-বিধায়কদের সঙ্গে শিশির অধিকারী ভোট দিলেন না, সেই প্রশ্ন তুলেছিল তৃণমূল নেতৃত্বের একাংশ। তারপর শিশির অধিকারী বলেছিলেন, 'এখানে কোনও অভিসন্ধি বা চক্রান্তের কোনও বিষয় নেই। এটা গোপন ভোট। আমি একরকম বলে আরেকরকম দিলাম, তাতে কিছু লোকের কথা বলার সুযোগ হয়, এটা ঠিক।আমাদের পরিবার-আমাদেরকে নিয়ে অনেক গাল গল্প হচ্ছে। এবার আরও একটা বড় সুযোগ হল। তাতে কোনও আমাদের কষ্টও নেই, দুঃখ্য নেই। যা করি জ্ঞানত করি, যা বুঝি সেটাই করি। নেত্রীর কথা মতোই ভোট দিয়েছি। তৃণমূলে ছিলাম, আছি, থাকব। দ্রৌপদী মুর্মু যোগ্যতর প্রার্থী। বাংলার সেরা রাজ্যপাল জগদীপ ধনখড়। '  


আরও পড়ুন: 'আজও আমাদের হৃদয়েই বাস করেন উত্তমকুমার', মহানায়কের প্রয়াণ দিবসে টুইট মমতার