Lucknow News: চলতি টি ২০ বিশ্বকাপে প্রথম ম্যাচে ভারত পাকিস্তানের কাছে হেরে গিয়েছে। ওই ম্যাচে ভারতের হারের পর যারা বাজি পুড়িয়ে আনন্দ প্রকাশ করেছে, তাদের বিরুদ্ধে কড়া অবস্থানের কথা জানাল উত্তরপ্রদেশ সরকার। রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ পাকিস্তানের জয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছিল, তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা দায়েরের নির্দেশ দিয়েছেন। উল্লেখ্য, এর আগেই পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে এবং বিভিন্ন ধারায় প্রায় ডজনখানেক মামলা দায়ের করা হয়েছে। এবার মুখ্যমন্ত্রীর নির্দেশের পর রাষ্ট্রদ্রোহিতার মামলা দায়ের করা হবে।
জানা গেছে, এ ব্যাপারে রাজ্যের সমস্ত জেলা প্রশাসনের কাছেই নির্দেশ পাঠানো হয়েছে। নির্দেশে বলা হয়েছে, দেশের বিরুদ্ধে কোনও ঘচনা ঘটলেই দ্রুত ব্যবস্থা নিতে হবে এবং রাষ্ট্রদ্রোহিতার মামলা দায়ের করতে হবে। উল্লেখ্য, টি ২০ বিশ্বকাপের ম্যাচে ভারতের হারের পর কিছু জায়গায় বাজি পুড়িয়ে উচ্ছ্বাস পালনের ঘটনা ঘটেছিল। সেইসঙ্গে স্লোগানও দেওয়া হয়েছিল বলে অভিযোগ। এই ঘটনাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে উত্তরপ্রদেশ সরকার। এ বিষয়ে প্রশাসনের কাছে রিপোর্টও তলব করা হয়েছে। উত্তরপ্রদেশের ডিজিপি মুকুল গয়াল কড়া ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।
এই মামলায় ধৃতদের মধ্যে একজন বদায়ুঁর বাসিন্দা। গত ২৪ অক্টোবর টি ২০ বিশ্বকাপের ম্যাচে পাকিস্তানের জয়ের পর ফেসবুক পাকিস্তানের সমর্থনে পোস্ট করেছিল। সেখানে পাকিস্তানের পতাকার ছবি দেওয়া উল্লাস প্রকাশ করা হয়েছিল। অন্য একটি ঘটনায় বরেলি র দুই বাসিন্দার প্রতি অভিযোগ উঠেছিল যে, তারা পাকিস্তানের সমর্থনবে তারা তাদের হোয়াটস্যাপ স্টেটাস দিয়েছিল। সীতাপুরের এক ব্যক্তিও হোয়াটস্যাপে এ ধরনের স্টেটাস দিয়েছিল বলে অভিযোগ। অন্য এক ব্যক্তি তার বিরুদ্ধে অভিযোগ জানানোর পর তাকে গ্রেফতার করা হয়েছিল।
এদিকে, পাকিস্তানের জয় 'উদযাপন' করার জন্য আটক হতে হয়েছে জম্মু ও কাশ্মীরের শ্রীনগরের বহু ছাত্র, এমনকি শিক্ষককেও। এর আগে শ্রীনগরে মেডিক্যাল ছাত্রদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলাও দায়ের হয়েছে।পাকিস্তানের হয়ে জয়ের উচ্ছ্বাস প্রকাশের একদিন পর ফের আরও ১২ জনকে আটক করা হয়। জানা গেছে, ৭ জনকে আটক করা হয়েছে, ৪ জনকে রাখা হয়েছে জেল হেফাজতে। তাদের মধ্যে তিন ইঞ্জিনিয়ারিং ছাত্রের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। এমনকী, উদয়পুরের একটি বেসরকারি স্কুল পাকিস্তানের জয়ে উল্লাস প্রকাশ করে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস আপডেটের জন্য একজন শিক্ষককে বহিষ্কার করেছে। জম্মু-কাশ্মীর বিজেপির প্রধান রবিন্দর রায়না বলেছেন, "পুলিশ, সিআইডি এবং এনআইএ (যারা পাকিস্তানের বিজয় উদযাপন করেছে) এঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে এবং তাঁদের সবাইকে জেলে পাঠানো হবে।"