নয়াদিল্লি: বিগত দু’বচর ধরে লাদাখে সংঘাত চলছে দুই দেশের মধ্যে। দফায় দফায় বৈঠকে সেই নিয়ে বরফ গলার ইঙ্গিত মিলল (India China Disengagement)। লাদাখের গোগরা উষ্ণ প্রস্রবণ এলাকা (Gogra-Hot Springs) থেকে সেনা সরাতে রাজি হল ভারত-চিন, দুই দেশই (India China Conflict)। দুই দেশের সেনার মধ্যে ১৬তম বৈঠকে এ নিয়ে সায় মিলেছে। বৃহস্পতিবার যৌথ বিবৃতি প্রকাশ করে জানাল দুই দেশ। 


লাদাখের গোগরা উষ্ণ প্রস্রবণ এলাকা থেকে সেনা সরাতে রাজি হল ভারত-চিন


এ দিন যৌথ বিবৃতি প্রকাশ করে বলা হয়, ‘২০২২-এর ৮ সেপ্টেম্বর ১৬তম বৈঠকে ঐক্যমতে পৌঁছতে পেরেছেন ভারত এবং চিনের সেনা কমান্ডারারা। সর্বসম্মতিতে গৃহীত পিরকল্পনা অনুযায়ী, পরস্পরের সঙ্গে সমন্বয় রেখে গোগরা উষ্ণ প্রস্রবণ এলাকা (পেট্রোলিং পয়েন্ট-15) থেকে সেনা সরানোর কাজ শুরু হয়েছে। সীমান্ত এলাকায় শান্তি স্থিতিশীলতা বজায় রাখতেই এই সিদ্ধান্ত’।


গত ১৭ জুলাই দুই দেশের সেনা আধিকারিকদের মধ্যে ১৬তম বৈঠক হয়। সেখানেই দু’পক্ষ সেনা সরাতে রাজি হয় বলে জানা গিয়েছে। আগামী সপ্তাহেই উজবেকিস্তানে চিনের প্রেসিডেন্ট শি চিনপিংয়ের সঙ্গে মুখোমুখি হতে পারেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার আগে এই সিদ্ধান্তে স্বস্তি কূটনৈতিক মহলে। 



আরও পড়ুন: Sheikh Hasina: জয়পুরে নাচের তালে পা মেলালেন হাসিনা, অজমের দরগায় সারলেন জিয়ারত


লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ভারতের এলাকায় চিনা সেনার ঢুকে পড়া নিয়ে গত দুই বছর ধরে দুই দেশের মধ্যে টানাপোড়েন চলছিল। ২০২০-র এপ্রিল-মে মাস থেকে লাদাখে টানা মুখোমুখি অবস্থান করছিল দুই দেশের সেনা। ওই বছর জুনে গালওয়ান উপত্যকায় দুই দেশের সেনা সংঘর্ষে জড়িয়ে পড়ে। তাতে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। 


প্রকৃত নিয়ন্ত্রণ রেখা লঙ্ঘন করে চিন ভারতের এলাকায় ঢুকে পড়ে বলে অভিযোগ


তার পর থেকেই সামরিক পর্যায়ে দফায় দফায় বৈঠক চলছিল দুই দেশের মধ্যে। তবে গোগরা উষ্ণ প্রস্রবণ এলাকা থেকে চিন সেনা সরাতে রাজি হলেও,  প্যাংগং হ্রদের উত্তর এবং দক্ষিণ প্রান্ত নিয়ে এখনও জট খোলা বাকি। লাদাখের বেশ কিছু এলাকায় এখনও চিনা বাহিনীর উপস্থিতি চোখে পড়ার মতো। আগামী দিনে তাই দুই দেশের মধ্যে আলোচনা চলবে বলে মনে করা হচ্ছে।