নয়াদিল্লি: হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা ৷ করোনায় নজিরবিহীন ভয়াবহতার চিত্র দেখছে দেশ। রবিবারই আড়াই লাখ পার করেছিল দৈনিক আক্রান্তের সংখ্যা। সোমবার সংখ্যাটা ছিল তার থেকেও বেশি ৷ আজ, মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ২,৫৯,১৭০ জন ৷ মৃত্যু হয়েছে ১,৭৬১ জনের ৷ পাশাপাশি সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১,৫৪,৭৬১ জন ৷


ভারতে এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১,৫৩,২১,০৮৯ জন ৷ মৃত্যুর সংখ্যা ১,৮০,৫৩০ ৷ পাশাপাশি ১২,৭১,২৯,১১৩ জনকে করোনার ভ্যাকসিন দেওয়া এখনও পর্যন্ত সম্ভব হয়েছে বলে স্বাস্থ্যমন্ত্রক সূত্রে খবর ৷



দেশজুড়ে ১৮ বছর বয়স হলেই মিলবে করোনার ভ্যাকসিন । ১ মে থেকে এই সিদ্ধান্ত কার্যকর হতে চলেছে। সেইসঙ্গে খোলা বাজারেই মিলবে করোনার ভ্যাকসিন।  ৫০ শতাংশ ভ্যাকসিন খোলাবাজারে বিক্রি করতে পারবে উৎপাজনকারী সংস্থাগুলি। এক্ষেত্রে  সরকার নির্ধারিত দামে বিক্রি করতে পারবে প্রস্তুতকারী সংস্থা । এরফলে মানুষ চাইলে নিজেই ভ্যাকসিন কিনে নিতে পারবে। রাজ্যগুলিকে সরাসরি ভ্যাকসিন বিক্রি করতে পারবে প্রস্তুতকারী সংস্থা। গতকাল, সোমবার এমনই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। 


কেন্দ্রের এই সিদ্ধান্তের পর আজ, মঙ্গলবার ভ্যাকসিন প্রস্তুতকারী সংস্থাগুলির সঙ্গে সন্ধে ৬টায় ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গতকাল চিকিৎসক ও ওষুধ কোম্পানিগুলির সঙ্গে বৈঠক করেছিলেন প্রধানমন্ত্রী। জানা গিয়েছে, বৈঠকে ডিপার্টমেন্ট অফ বায়োটেকনোলজি একটি উপস্থাপনা পেশ করবে এবং অংশগ্রহণকারীদের সঙ্গে সমন্বয়ের কাজ করবে।  বৈঠকে ভারত সরকার যে টিকাগুলির অনুমোদন দিয়েছে, সেই সংস্থাগুলি ছাড়াও দেশ ও বিদেশের ওষুধ প্রস্তুতকারী কোম্পানিগুলির প্রতিনিধিরা যোগ দেবেন বলে মনে করা হচ্ছে।