ইনদওর: দেশে হু হু করে বাড়ছে কোভিডে আক্রান্তের সংখ্যা ৷ বাড়ছে মৃত্যুও ৷ তাতেও যেন কোনও ভ্রুক্ষেপ নেই সাধারণ মানুষের ৷ পরিস্থিতি ক্রমেই ভয়ঙ্কর থেকে আরও ভয়ঙ্কর হচ্ছে ৷ কোভিড আক্রান্তের নিরিখে মহারাষ্ট্রের অবস্থা সবচেয়ে খারাপ ৷ পিছিয়ে নেই বাকি রাজ্যগুলিও ৷ কোভিড পরিস্থিতি মোকাবিলায় বিভিন্ন রাজ্যেই শুরু হয়েছে লকডাউন কিংবা কার্ফু ৷ মধ্যপ্রদেশের ইনদওরে এবার বিয়ে বাড়ির অনুষ্ঠানেও নিষেধাজ্ঞা জারি করা হল ৷ আগামী ৩০ এপ্রিল পর্যন্ত ইনদওরে কোনও বিয়ে বাড়ির অনুষ্ঠান আয়োজনের অনুমতি দেবে না সেখানকার প্রশাসন ৷ 


ইনদওরের জেলা শাসক মণীশ সিংহ সংবাদমাধ্যমকে জানান, ‘‘কোভিড পরিস্থিতি খারাপ থেকে আরও খারাপ হওয়ায় এখন এ শহরে কোনও বিয়ে বাড়ির অনুষ্ঠানের অনুমতি দেওয়া হবে না ৷ শহরবাসীকে অনুরোধ, আগামী ৩০ এপ্রিল পর্যন্ত তাঁরা পিছিয়ে দিক সব বিয়ের অনুষ্ঠান ৷ এর থেকে কোভিড আক্রান্তের সংখ্যা কমানো কিছুটা হলেও সম্ভব হবে বলে আমরা মনে করছি ৷ হাসপাতালগুলিতেও রোগীর সংখ্যা নিয়ন্ত্রণ করা যাবে ৷ ’



এদিকে এই প্রথম পশ্চিমবঙ্গে দৈনিক সংক্রমণের হার পৌঁছল ২০.১ শতাংশে। সেই সঙ্গে ফের দৈনিক সংক্রমণের সংখ্যা প্রায় সাড়ে ৮ হাজারের কাছাকাছি পৌঁছছে। গত ২৪ ঘণ্টায় কোভিডে মৃতের সংখ্যাও বেড়ে হয়েছে ৩৮। আক্রান্তের সংখ্যা প্রতিদিন হু হু করে বাড়লেও ১ দিনে মাত্র ২৪ হাজার ১০০ জনকে টিকা দেওয়া হয়েছে।


সোমবার রাতে রাজ্য স্বাস্থ্য দফতর জানিয়েছে, একদিনে গোটা রাজ্যে ৪২ হাজারেরও বেশি কোভিড টেস্ট হয়েছে। তার মধ্যে ৮ হাজার ৪২৬ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। ফলে প্রতি ৫ জনের কোভিড পরীক্ষায় ১ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে শুধুমাত্র কলকাতাতেই আক্রান্ত ২ হাজারেরও বেশি।