নয়াদিল্লি: ভারতে করোনা পরিস্থিতি এখন ভয়াবহ ! প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা ৷ বাড়ছে মৃত্যুও ৷ গত ২৪ ঘণ্টায় দেশে রেকর্ড সংখ্যক ৩ লক্ষ ৩২ হাজার ৭৩০ জন মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন বলে স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর ৷ মৃত্যু হয়েছে ২,২৬৩ জনের ৷ পাশাপাশি সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১,৯৩,২৭৯ জন ৷ এখনও পর্যন্ত দেশে ১৩,৫৪,৭৮,৪২০ জনকে করোনার ভ্যাকসিন দেওয়া হয়েছে ৷
এ নিয়ে দেশে মোট আক্রান্ত হলেন ১ কোটি ৬২ লক্ষ ৬৩ হাজার ৬৯৫ জন। অতিমারির শুরু থেকে এখনও পর্যন্ত মোট ১ লক্ষ ৮৬ হাজার ৯২০ জনের মৃত্যু হল দেশে। মোট আক্রান্তের নিরিখে বিশ্বে দ্বিতীয় এবং মোট মৃত্যুর নিরিখে বিশ্বে চতুর্থ স্থানে রয়েছে ভারত।
করোনাভাইরাসের সংকটে সারা দেশেই উদ্বেগ তৈরি হয়েছে। ইতিমধ্যে কেন্দ্র আগামী ১ মে থেকে ১৮ বছরের বেশি সবাইকে করোনা ভ্যাকসিন দেওয়ার কথা জানিয়ছে। এবার খোলাবাজারেও মিলবে করোনা ভ্যাকসিন। এরইমধ্যে রাজ্যের সবাইকে বিনামূল্যে করোনা-ভ্যাকসিন দেওয়ার কথাও বৃহস্পতিবার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, ৫ মে থেকে রাজ্যের সবাইকে নিখরচায় করোনা ভ্যাকসিন দেওয়া হবে।
উল্লেখ্য, রাজ্যে বিধানসভার নির্বাচন চলছে। আট দফায় ভোটগ্রহণের পর গণনা ২ মে।
বৃহস্পতিবার ট্যুইট করে মমতা বিজেপিকে নিশানা করেছেন। তাঁর ট্যুইট- বিজেপি এক দেশ, এক দল, এক নেতার কথা বলে। কিন্তু, মানুষের জীবন বাঁচাতে তারা কখনও ভ্যাকসিনের এক দাম হোক বলে না।
এর আগে দেশের বৃহত্তম ভ্যাকসিন প্রস্তুতকারী সংস্থা পুণের সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার পক্ষ থেকে কোভিশিল্ডের দাম ঘোষণা করা হয়। সংস্থা জানায়, কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা অনুযায়ী, রাজ্য সরকারগুলির জন্য ভ্যাকসিনের প্রতি ডোজের দাম পড়বে ৪০০ টাকা। অর্থাৎ, সরকারি হাসপাতালে ভ্যাকসিনের এক-একটি ডোজ মিলবে ৪০০ টাকায়। অন্যদিকে, বেসরকারি হাসপাতালগুলির ক্ষেত্রে এই মূল্য নির্ধারণ করা হয়েছে ৬০০ টাকা।