নয়াদিল্লি: উদ্বেগ বাড়িয়ে দেশে ফের ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ। একদিনে আক্রান্ত ৩৬ হাজার পার। দেশে বাড়ল দৈনিক মৃত্যুর সংখ্যাও। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বৃহস্পতিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৩৬ হাজার ৪০১ জন ভারতে করোনায় আক্রান্ত হয়েছেন। একদিনে মৃত্যুর সংখ্যা ৫৩০।  


দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৩৩ হাজার ৪৯ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ২৩ লক্ষ ২২ হাজার ২৫৮। অ্যাক্টিভ কেসের সংখ্যা ৩ লক্ষ ৬৪ হাজার ১২৯। করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ৩ কোটি ১৫ লক্ষ ২৫ হাজার ৮০ জন। গত ২৪ ঘণ্টায় ৩৯ হাজার ১৫৭ জন সুস্থ হয়েছেন।   


বিশ্বে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪৩ লক্ষ ৯০ হাজার ৮৬৩ জনের।  মোট আক্রান্তের সংখ্যা ২০ কোটি ৯১ লক্ষ ৭৭ হাজার ৯৫৭। 


অন্যদিকে আশার আলো জাগাচ্ছে গবেষণা। চলতি মাসের শেষেই কি শিশুদের করোনা ভ্যাকসিনে ছাড়পত্র? নাবালকদের উপর কোভ্যাক্সিনের চূড়ান্ত পর্যায়ের ক্লিনিকাল ট্রায়াল শেষ হয়েছে ইতিমধ্যেই। জানা গিয়েছে, অগাস্টের শেষ কিংবা সেপ্টেম্বরেই মিলতে পারে ছাড়পত্র। এমনটাই দাবি ভারত বায়োটেকের ম্যানেজিং ডিরেক্টরের।


গতকাল এক লাফে দেশের দৈনিক সংক্রমণ বেড়েছিল ১০ হাজারেরও বেশি। বেড়েছিল দৈনিক মৃত্যুর সংখ্যাও। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুধবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৩৫ হাজার ১৭৮ জন ভারতে করোনায় আক্রান্ত হয়েছেন। গতকাল দেশে আক্রান্ত হয়েছিলেন ২৫ হাজার ১৬৬ জন।  একদিনে মৃত্যুর সংখ্যা ৪৪০।  


দেশে কাল পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৩২ হাজার ৫১৯ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ২২ লক্ষ ৮৫ হাজার ৮৫৭।  অ্যাক্টিভ কেসের সংখ্যা ৩ লক্ষ ৬৭ হাজার ৪১৫। এই সময়ে পর্বে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ৩ কোটি ১৪ লক্ষ ৮৫ হাজার ৯২৩ জন। গত ২৪ ঘণ্টায় ৩৭ হাজার ১৬৯ জন সুস্থ হয়েছেন।