নয়াদিল্লি: উদ্বেগ বাড়িয়ে দেশে ফের ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ। একদিনে আক্রান্তের সংখ্যা বাড়ল। গত ২৪ ঘণ্টায় দৈনিক মৃত্যুর সংখ্যাও বেড়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের শুক্রবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৩৬ হাজার ৫৭১ জন ভারতে করোনায় আক্রান্ত হয়েছেন। এক দিনে মৃত্যুর সংখ্যা ৫৪০।  


দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৩৩ হাজার ৫৮৯ জন।  মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ২৩ লক্ষ ৫৮ হাজার ৮২৯ জন।  অ্যাক্টিভ কেসের সংখ্যা ৩ লক্ষ ৬৩ হাজার ৬০৫। যা গত ১৫০ দিনে সর্বনিম্ন। এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ৩ কোটি ১৫ লক্ষ ৬১ হাজার ৬৩৫ জন। গত ২৪ ঘণ্টায় ৩৬ হাজার ৫৫৫ জন সুস্থ হয়েছেন।  উল্লেখ্য, বিশ্বে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪৪ লক্ষ ১ হাজার ৬৭৫ জনের। মোট আক্রান্তের সংখ্যা ২০ কোটি ৯৮ লক্ষ ৯২ হাজার ৪৩৯।  


কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বৃহস্পতিবারের পরিসংখ্যান অনুযায়ী, বিগত ২৪ ঘণ্টায় ৩৬ হাজার ৪০১ জন ভারতে করোনায় আক্রান্ত হয়েছেন। একদিনে মৃত্যুর সংখ্যা ৫৩০। দেশে কাল পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছিল ৪ লক্ষ ৩৩ হাজার ৪৯ জনের। মোট আক্রান্তের সংখ্যা ছিল ৩ কোটি ২৩ লক্ষ ২২ হাজার ২৫৮। অ্যাক্টিভ কেসের সংখ্যা ছিল ৩ লক্ষ ৬৪ হাজার ১২৯। করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ৩ কোটি ১৫ লক্ষ ২৫ হাজার ৮০ জন। গত ২৪ ঘণ্টায় ৩৯ হাজার ১৫৭ জন সুস্থ হয়েছিলেন। 


দেশে দ্বিতীয় ঢেউ নিয়ন্ত্রণে। তবে তৃতীয় ঢেউ-এর পরিস্থিতি মোকাবিলায় তৈরি হচ্ছে প্রশাসন। এই পরিস্থিতিতে ভ্যাকসিনই অন্যতম পথ বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। ইতিমধ্যেই ভারতে ১২ থেকে ১৭ বছর বয়সীদের ওপর করোনা ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগের জন্য অনুমতি চাইল জনসন অ্যান্ড জনসন। গত ১৭ অগাস্ট সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশনের কাছে ওই অনুমতি চাওয়া হয়েছে বলে সূত্রের খবর। এ মাসেই প্রাপ্তবয়স্কদের জন্য জনসন অ্যান্ড জনসনের সিঙ্গল ডোজ ভ্যাকসিনের ছাড়পত্র দিয়েছে ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া।