নয়াদিল্লি: দেশে করোনায় (Covid19) কমল দৈনিক মৃত্যু (Daily Death Case) ও সংক্রমণ। সক্রিয় রোগীর সংখ্যা গত ৮ মাসে সর্বনিম্ন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রবিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৪৪৬ জনের। একদিনে আক্রান্তের সংখ্যা ১২ হাজার ৮৩০।  


দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৫৮ হাজার ১৮৬ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪২ লক্ষ ৭৩ হাজার ৩০০।  অ্যাক্টিভ কেসের সংখ্যা ১ লক্ষ ৫৯ হাজার ২৭২। যা গত ৮ মাসে সর্বনিম্ন। এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ৩ কোটি ৩৬ লক্ষ ৫৫ হাজার ৮৪২ জন।  একদিনে ১৪ হাজার ৬৬৭ জন সুস্থ হয়েছেন। 


এদিকে, শনিবার রাজ্য় স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনুযায়ী রাজ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা সংক্রমিত হলে ৯৮০ জন। রাজ্যে অ্যাক্টিভ করোনা রোগীর (Covid Patient) সংখ্যা ৮,২২৩। এই সময় পর্বে রাজ্যে (West Bengal) করোনা সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছে ১৩ জনের। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন ৮৮০ জন। সরকারি হিসেব অনুযায়ী আজ রাজ্যে সুস্থতার হার ৯৮.২৮ শতাংশ। যদিও উদ্বেগ বাড়াচ্ছে কলকাতা ও উত্তর ২৪ পরগনার সংক্রমণের হার।


অন্যদিকে, প্রায় ৬ মাস বন্ধ থাকার পর, রাজ্যে আজ থেকে চালু হল লোকাল ট্রেন। একেক জায়গায় ধরা পড়ল একেক রকমের ছবি। হাওড়া স্টেশনেও ধরা পড়ে ভিড়ের ছবি। লোকাল ট্রেনে ওঠার জন্য ছুটোছুটি শুরু হয় যাত্রীদের মধ্যে। চলন্ত ব্যান্ডেল লোকালে উঠতে গিয়ে পড়েও গেলেন এক প্রৌঢ়। যাত্রীদের চিৎকারে ট্রেন থামায় শেষপর্যন্ত ট্রেনে উঠে শান্তি। ৫০ শতাংশ যাত্রী নিয়ে লোকাল ট্রেন পরিষেবা চালু হওয়ার প্রথম দিনই সোনারপুর স্টেশনে বাদুড়ঝোলা ভিড়। রবিবার হওয়া সত্ত্বেও আসন ফাঁকা নেই। কেউ কেউ দূরত্ববিধি না মেনেই বসে পড়েছেন ক্রস চিহ্ন দেওয়া আসনে। তাঁদের সাফাই, নির্দেশ যথাযথভাবে মানতে হলে সময়ে গন্তব্য পৌঁছতে সমস্যা হবে। লোকাল ট্রেন চালু হতেই বারাসাতে ফিরল পুরনো ছবি। রবিবার ছুটির দিনেও ডাউন বনগাঁ লোকাল ঢুকতেই দেখা গেল বাদুড়ঝোলা ভিড়। একই ছবি ডাউন হাসনাবাদ লোকালেও। কামরার ভিতরে থিকথিকে ভিড়।


আরও পড়ুন: Diwali 2021: পরিবেশবান্ধব বাজি পোড়ানো থেকে প্রদীপ জ্বালানো, নিষেধাজ্ঞা মেনেই দেশজুড়ে আলোর উৎসবের প্রস্তুতি