নয়াদিল্লি : দেশে করোনায় (Corona) দৈনিক মৃত্যু (Daily Death) ও আক্রান্তের (Daily Case) সংখ্যা বাড়ল। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের (Ministry of Health & Family Welfare) শনিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৭ হাজার ১৮৯ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৬ হাজার ৬৫০। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৩৮৭ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৩৭৪। 


দেশে এখনও পর্যন্ত করোনায় (Corona) মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৭৯ হাজার ৫২০ জনের।  মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৭ লক্ষ ৭৯ হাজার ৮১৫।  অন্যদিকে, দেশে ক্রমেই বাড়ছে ওমিক্রন-উদ্বেগ (Omicron)। ১৭টি রাজ্যে ছড়িয়েছে করোনার বিপজ্জনক ভ্যারিয়েন্ট। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫৭ জন। এই নিয়ে দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৪১৫। 


এদিকে বড়দিনের উৎসবের মাঝে বাড়ল করোনা উদ্বেগ (Corona Scare)। ওমিক্রন (Omicron) আক্রান্ত রাজ্যের আরও একজন। আর চিন্তা বাড়াচ্ছে যে তথ্য, তা হল ওই আক্রান্তের কোনও বিদেশযাত্রার (International Travel History) প্রাথমিক তথ্য পাওয়া যায়নি। জানা গিয়েছে, ওমিক্রনে যিনি আক্রান্ত হয়েছেন তিনি কলকাতার (Kolkata) একটি মেডিক্যাল কলেজের (Medical College) পড়ুয়া।





কিছুদিন আগে সন্দেহ হওয়ায় করোনা পরীক্ষা (Corona Test) করিয়েছিলেন তিনি। যেখানে রিপোর্ট পজিটিভ আসে। করোনা পজিটিভ হয়েছেন জানতে পেরে কৃষ্ণনগরের বাড়িতে চলে যান ওই পড়ুয়া। এদিকে, সন্দেহ বাড়ায় ওই পড়ুয়ার নমুনা পাঠানো হয় জিনোম সিকোয়েন্সিং-এর (Genome Sequencing) জন্য পাঠানো হয়। যেখানেই ধরা পড়ে ওই পড়ুয়া ওমিক্রনে আক্রান্ত। যে তথ্য পাওয়ার পরই ওই পড়ুয়াকে তাঁর কৃষ্ণনগরের বাড়ি থেকে নিয়ে আসা হয় বেলেঘাটা আইডি হাসপাতালে (Beleghata ID Hospital)। এই মুহূর্তে, রাজ্যে এখনও পর্যন্ত ওমিক্রন আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ৪ জন। তাদের প্রত্যেকেরই শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই জানা গিয়েছে।


আরও পড়ুন: Darjeeling News: অ্যান্টার্কটিকার সর্বোচ শৃঙ্গে ঝলমলে জাতীয় পতাকা, সৌজন্যে দার্জিলিঙের ৩ প্রশিক্ষক