নয়া দিল্লি: আজ বড়দিন৷ সান্তা, ক্রিসমাস ট্রি-র সঙ্গে ক্যারল, কেক৷ শহরজুড়ে উত্সবের আমেজ৷ গির্জায় প্রার্থনা, কেক খাওয়ার সঙ্গে মহাসমারোহে চলছে ক্রিসমাস বরণ৷ পার্ক স্ট্রিটে রাত থেকেই শুরু হয়েছে বড়দিনের উত্সব। এই আবহে দেশবাসীকে বড়দিনের শুভেচ্ছাবার্তা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) এবং রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ (President Ramnath Kobind)।


এদিন টুইটে নরেন্দ্র মোদি বলেন, "সবাইকে বড়দিনের শুভেচ্ছাবার্তা। আমরা যীশু খ্রীষ্টের জীবন এবং মহৎ শিক্ষার কথা স্মরণ করব আজ। সেবা, দয়া এবং নম্রতার উপর আজ সকলে মেনে চলি। সুস্থ ও সমৃদ্ধশালী হোক বিশ্ব। সম্প্রীতি বজায় থাকুক।"



রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ বড়দিন উপলক্ষে দেশের নাগরিকদের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি টুইটারে বলেছেন, "দেশের নাগরিকদের, বিশেষ করে আমাদের খ্রিস্টান ভাই ও বোনদের, ভারত এবং বিদেশের সকলকে শুভ বড়দিন। এই আনন্দের উপলক্ষ্যে, আসুন আমরা এমন একটি সমাজ গড়ার সংকল্প করি যা ন্যায়বিচার ও স্বাধীনতার মূল্যবোধের উপর ভিত্তি করে তৈরি হবে। আমাদের জীবনে যীশু খ্রীষ্টের শিক্ষা মেনে চলি।"             


আরও পড়ুন, নাম বদলে বাস্তব থেকে কাল্পনিক চরিত্র হয়ে উঠলেন সান্তাক্লজ, কী তাঁর আসল পরিচয়?


অন্যদিকে, উৎসবের আবহে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। ট্যুইটারে তিনি লেখেন, "সবাইকে ক্রিসমাসের শুভেচ্ছা। এই উৎসব সবার জীবন উষ্ণতা এবং আনন্দে পরিপূর্ণ হয়ে উঠুক। কোভিড বিধি মেনেই উৎসবের সুন্দর মুহূর্ত তৈরি হোক।''                    


শুক্রবার থেকেই আলোর মালায় সেজেছে চারপাশ। শহর থেকে জেলা সব জায়গায় উত্সবের আবহ। চিরাচরিত রীতি মেনে বড়দিনের আগের সন্ধ্যায় বেলুড়মঠে মহাসমারোহে পালিত হয় যীশুপুজো। বড়দিন মানেই কেকের গন্ধ, কমলালেবুর স্বাদ। বড়দিন মানে শীতের মিঠে কড়া রোদ মেখে পিকনিক, দেদার আনন্দ, হুল্লোড়। তাই পর্যটকদের স্বাগত জানাতে সেজে উঠেছে জেলার বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলি।