নয়াদিল্লি: ওমিক্রন আতঙ্কের মাঝেই দেশে করোনায় (Corona) ফের কমল দৈনিক মৃত্যু ও সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের (Health Ministry) সোমবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৩০৯ জন। 


গতকাল দৈনিক আক্রান্তের (Daily Case) সংখ্যা ছিল ৮ হাজার ৭৭৪। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ২৩৬ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৬২১।  দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৬৮ হাজার ৭৯০ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৫ লক্ষ ৮০ হাজার ৮৩২।






অন্যদিকে রাজ্যে (West Bengal) নভেম্বরের (November) শেষেও ৭০০-র কোটাতেই রইল করোনার দৈনিক সংক্রমণ (Corona)। রবিবার রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন (Health Bulletin) অনুযায়ী ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা সংক্রমিত (Covid-19) হয়েছেন ৭১৫ জন। এনিয়ে রাজ্যে করোনা সংক্রমিতের সংখ্যা বেড়ে হল ১৬,১৪,৮৬৭। গতকালের বুলেটিন অনুযায়ী রাজ্যে করোনায় সক্রিয় রোগীর সংখ্যা ৭,৮০৪ জন। একদিনে রাজ্যে করোনা সংক্রমিত হয়ে মৃত্যু (Covid Death) হয়েছে ১২ জনের। সবমিলিয়ে শুরু থেকে এই অবধি রাজ্যে করোনা সংক্রমিত হয়ে প্রাণ হারালেন ১৯,৪৬২ জন।  সরকারি হিসেব অনুযায়ী রাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৭১৯ জন। এ নিয়ে শুরু থেকে এখনও পর্যন্ত করোনামুক্ত হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ১৫,৮৭,৬০১


এদিকে বিশ্বজুড়ে ওমিক্রন-ত্রাস। বিশ্বের ১৩টি দেশে মিলেছে করোনা ভাইরাসের নতুন প্রজাতির সন্ধান। দক্ষিণ আফ্রিকা, বৎসোয়ানা, হংকং ছাড়াও ব্রিটেন, নেদারল্যান্ডস, জার্মানি, ইতালি, বেলজিয়াম, ডেনমার্ক, চেক প্রজাতন্ত্র, অস্ট্রেলিয়া, কানাডা ও ইজরায়েলে আক্রান্তদের শরীরে মিলেছে ওমিক্রন ভাইরাস।


ফ্রান্সেও ওমিক্রন-আতঙ্ক। ১৪ দিনের আফ্রিকা সফর সেরে ফেরার পর, ৮ জনের শরীরে এই ভাইরাস মিলেছে বলে ফরাসি স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে। বিশ্বজুড়ে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বাড়ায় সতর্ক ব্রিটেন। G-7 গোষ্ঠীভুক্ত দেশগুলির স্বাস্থ্যমন্ত্রীদের সঙ্গে আজই বসছে বৈঠকে। পাশাপাশি দেশেও ওমিক্রন-শঙ্কা। মহারাষ্ট্রের ডোম্বিভ্যালিতে দক্ষিণ আফ্রিকা ফেরত যাত্রী করোনা আক্রান্ত হওয়ায় জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠানো হল নমুনা। জানিয়েছে কল্যাণ-ডোম্বিভ্যালি কর্পোরেশন।


আরও পড়ুন: Omicron Variant: ডেল্টার থেকেও সংক্রাংমক ওমিক্রন? কী বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা?