Birth Certificate: সন্তানের জন্মের প্রথম কাজ বার্থ সার্টিফিকেট। আপনার ঘরে নতুন অতিথির ভবিষ্যতের জন্য করতেই হবে এই কাজ। আমাদের এই কাজে আরও সহজ করতে পাশে দাঁড়াচ্ছে সরকার। এবার থেকে অনলাইনেও করা যাবে সন্তানের জন্মের শংসাপত্র। 


অনলাইনেও করা যাবে সন্তানের বার্থ সার্টিফিকেট
জন্মের শংসাপত্র এখন করতে পারবেন আরও সহজে। অনলাইন প্রক্রিয়ায় ঘরে বসেই করতে পারবেন এই কাজ। আপনি সন্তানের জন্মের ২১ দিনের মধ্যে অনলাইনে তৈরি জন্ম শংসাপত্রটি পেতে পারেন। অন্যথায় আপনাকে এটি পুরসভা বা পঞ্চায়েত অফিস থেকে এই কাজ করতে হবে।


আরও পড়ুন : EPF Subscriber Update: EPF-এর এই নিয়মে বড় পরিবর্তন, আপনি জানেন তো ?


কীভাবে অনলাইনে জন্মের শংসাপত্রের আবেদন করবেন ?


১ আপনি যদি UP-র জন্য জন্মের শংসাপত্র তৈরি করতে চান, তাহলে এর জন্য অফিশিয়াল ওয়েবসাইট e-nagarsewaup.gov.in-এ যান।
২ এখানে আপনাকে জন্ম শংসাপত্র অপশনে ক্লিক করতে হবে। 
৩ এরপর রেজিস্ট্রেশনে ক্লিক করলে একটি ফর্ম ওপেন হবে। 
৪ এবার আপনি সব তথ্য সঠিকভাবে পূরণ করুন।
৫ ফর্মটি পূরণ করার পরে, আপনার জন্য একটি আইডি তৈরি করা হবে। আপনার মোবাইল নম্বরে এই আইডির মেসেজ আসবে। 
৬ এবার এই বার্তার ভিত্তিতে আপনি আইডি ও পাসওয়ার্ড তৈরি করে আপনার অ্যাকাউন্টে যেতে পারেন। 
৭ আপনি আপনার অনলাইন অ্যাকাউন্টে যাওয়ার সাথে সাথে জন্মের শংসাপত্রের অপশন দেখতে পাবেন। জন্মের শংসাপত্র ফর্মে সব প্রশ্নের উত্তর সঠিকভাবে পূরণ করে সাবমিট অপশনে ক্লিক করুন। 
৮ আপনি সাবমিটে ক্লিক করার সাথে সাথে ফর্মটি জমা দেওয়া হয়ে যাবে। 
৯ শেষে আপনার দেওয়া মোবাইল নম্বরে ফর্ম ফিলাপের বার্তা আসবে।
১০ তবেই বুঝবেন শীঘ্রই আপনার সন্তানের জন্মের শংসাপত্রটি পাবেন।


আরও পড়ুন : New Rules: ১ ডিসেম্বর থেকে এই নিয়মে বড় পরিবর্তন, জেনে নিন কী প্রভাব পড়বে আপনার জীবনে


আরও পড়ুন : PF Account Alert: পেনশনের এই নম্বর হারিয়েছেন ? এই কয়েক ধাপে পাবেন সমাধান