নয়াদিল্লি: দেশে দৈনিক মৃত্যু কমল ৩০ শতাংশের বেশি। কমল দৈনিক আক্রান্তের সংখ্যাও। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের শনিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫৪৯ জনের। একদিনে আক্রান্তের সংখ্যা ১৪ হাজার ৩১৩।
দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৫৭ হাজার ৭৪০ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪২ লক্ষ ৬০ হাজার ৪৭০। অ্যাক্টিভ কেসের সংখ্যা ১ লক্ষ ৬১ হাজার ৫৫৫। এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ৩ কোটি ৩৬ লক্ষ ৪১ হাজার ১৭৫ জন।
একদিনে ১৩ হাজার ৫৪৩ জন সুস্থ হয়েছেন।
এদিকে শুক্রবার রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ৯৮২ জন। এ নিয়ে রাজ্যে করোনায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১৫,৯১,০১৪ জন। ২৯ অক্টোবরে রাজ্য়ে করোনায় অ্য়াক্টিভ রোগীর সংখ্যা ১১৪ জন। এই সময় পর্বে রাজ্যে করোনা সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছে ৮ জনের। সবমিলিয়ে মৃতের সংখ্যা বেড়ে হল ১৯,১১৩ জন। গত ১ দিনে রাজ্যে করোনামুক্ত হয়েছেন ৮৬০ জন।
প্রায় ৬ মাস পর, রবিবার থেকে রাজ্যে ছুটবে লোকাল ট্রেন। ৫০ শতাংশ যাত্রী নিয়ে লোকালের অনুমতির পাশাপাশি, করোনা আবহে। রাজ্যে আরও বেশ কিছু ক্ষেত্রে বিধিনিষেধ শিথিল হল। সিনেমা হল, থিয়েটার, অডিটোরিয়াম, শপিং মল, স্টেডিয়াম, স্পা ও জিমে ৭০ শতাংশ প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। রেস্তোরাঁ ও বারের ক্ষেত্রেও ৭০ শতাংশ অবধি উপস্থিতিতে ছাড় দেওয়া হয়েছে। তবে রাত ১১ টার পর খোলা যাবে না রেস্তোরাঁ ও বার। সামাজিক অনুষ্ঠান, শ্যুটিংয়ে বেড়েছে ছাড়।
আরও পড়ুন: Pfizer Child Vaccine: আমেরিকায় ৫ থেকে ১১ বছর বয়সীদের ভ্যাকসিনে সবুজ সঙ্কেত