নয়াদিল্লি: 'বিগত ২০ বছরের যাত্রাপথে বহু প্রতিকূলতার সম্মুখীন হতে হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। যেভাবে তিনি পরিস্থিতি সামাল দিয়েছেন তা দৃষ্টান্ত স্থাপন করেছে। নেতৃত্ব এবং যথাযোগ্য সরকার তৈরির ক্ষেত্রে এটি একটি কেসস্টাডি হতে পারে।' শুক্রবার একটি ম্যানেজমেন্ট স্কুলের অনুষ্ঠানে এমনটাই মন্তব্য করেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ।
এ দিন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী আরও বলেন, 'আসল নেতৃত্বকে তার সততা এবং উদ্দেশ্য দিয়েই চেনা যায় এবং এই দু-এর সঙ্গেই নরেন্দ্র মোদি হলেন খাঁটি ২৪ ক্যারেট সোনা।
শুক্রবার ম্যানেজমেন্ট স্কুলের অনুষ্ঠানে এসে প্রধানমন্ত্রীর প্রশংসায় সুর চড়িয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী। তাঁর কথায়, 'যদি আমরা নরেন্দ্র মোদির ২০ বছরের সফর দেখি, সে ক্ষেত্রে লক্ষ করা যাবে, এই সময়কালে একের পর এক কঠিন চ্যালেঞ্চ এসেছে তাঁর সামনে। যেভাবে তিনি পরিস্থিতির মোকাবিলা করেছেন সেটা অবশ্যই যে কোনও ম্যানেজমেন্ট স্কুলের পঠনযোগ্য কেস স্টাডি হতে পারে। কীভাবে একজন সফল নেতা হওয়া যায় এবং দক্ষ সরকার গঠন করার যায়, মোদিজি তার উদাহরণ।'
এ দিন প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারীর অবদানের কথাও উল্লেখ করেন রাজনাথ সিংহ। 'প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায়' উন্নত রাস্তা তৈরি এবং শহরের সঙ্গে গ্রামকে যুক্ত করায় অটল বিহারী বাজপেয়ীর অবদানের কথা বলেন তিনি।
রাজনাথ সিংহের কথায়, 'গুজরাটে নগরায়নের নতুন সংজ্ঞা তৈরি করেছেন মোদি।' পাশাপাশি এদিন সবকা সাথ, সবকা বিকাশেরও প্রভূত প্রশংসা শোনা গিয়েছে প্রতিরক্ষামন্ত্রীর গলায়।
আরও পড়ুন- ইতালির উদ্দেশে রওনা প্রধানমন্ত্রীর, কী কী কর্মসূচি রয়েছে ?