নয়াদিল্লি:  দেশে মারণ করোনাভাইরাসে দৈনিক আক্রান্তর সংখ্যা কমল। দেশে টানা দ্বিতীয় দিন দৈনিক আক্রান্তের সংখ্যা নিম্নমুখী রয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সোমবারের পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্তর সংখ্যা ১৮,১৩২। গত একদিনে সংক্রমণ থেকে সুস্থ হয়ে ওঠার সংখ্যা ২১,৫৬৩।  গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ১৯৩। গতকালের পরিসংখ্যান অনুযায়ী, দৈনিক করোনা আক্রান্তর সংখ্যা ছিল ১৮ হাজার ১৬৬।


কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, দেশে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্তের চেয়ে সুস্থ হয়ে ওঠার সংখ্যা বেশি। এরফলে দেশে অ্যাক্টিভ করোনা আক্রান্তর সংখ্যা কমে হয়েছে ২ লক্ষ ২৭ হাজার ৩৪৭। দেশে এখনও পর্যন্ত করোনাকে হারিয়ে সুস্থ হয়ে ওঠার সংখ্যা ৩ কোটি ৩২ লক্ষ ৪৭৮। দেশে করোনায় এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ৪ লক্ষ ৫০ হাজার ৭৮২।


কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে যে, দেশে গতকাল করোনা টিকার ডোজ দেওয়া হয়েছে ৪৬ লক্ষ ৫৭ হাজার ৬৭৯ জনকে। সবমিলিয়ে দেশে করোনা টিকাকরণের মোট সংখ্যা বেড়ে হয়েছে ৯৬ কোটি ১৯ লক্ষ ৮৪ হাজার ৩৭৩।


কেরলে রবিবার নতুন করে করোনা আক্রান্তর সংখ্যা ১০,৬৯১। মৃতের সংখ্যা ৮৫। সবমিলিয়ে রাজ্যে করোনায় মোট আক্রান্তর সংখ্যা ৪৭ লক্ষ ৯৪ হাজার ৮০০। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৬ হাজার ২৫৮। গত একদিনে রাজ্যে সুস্থ হয়ে ওঠার সংখ্যা ১২,৬৫৫। সবমিলিয়ে রাজ্য করোনাকে হারিয়ে সুস্থ হয়ে ওঠার সংখ্যা ৪৬ লক্ষ ৫৬ হাজার ৮৬৬। অ্যাক্টিভ আক্রান্তর সংখ্যা কমে হয়েছে ১ লক্ষ ১১ হাজার ৮৩।


অন্যদিকে, মহারাষ্ট্র সরকারের পরিসংখ্যান অনুযায়ী, রাজ্যে রবিবার নতুন করে আক্রান্তর সংখ্যা ২,২৯৪। মৃত্যু হয়েছে ২৮ করোনা আক্রান্তর।  সবমিলিয়ে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৬৫ লক্ষ ৭৭ হাজার ৮৭২। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১ লক্ষ ৩৯ হাজার ৫৪২। সুস্থ হয়ে ওঠার সংখ্যা ৬৪ লক্ষ ১ হাজার ২৮৭। মহারাষ্ট্রে অ্যাক্টিভ আক্রান্তর সংখ্যা ৩৩,৪৪৯।