নয়াদিল্লি: দেশে করোনাভাইরাসে দৈনিক আক্রান্তের সংখ্যা ফের বাড়ল। বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের জারি করা তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৯ হাজার ৪১৯। গতকাল অর্থাৎ বুধবারের পরিসংখ্যান অনুযায়ী, দৈনিক সংক্রমণ ছিল ৮ হাজার ৪৩৯। বৃহস্পতিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত একদিনে করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১৫৯।  গতকাল এই সংখ্যা ছিল ১৯৫। অর্থাৎ, দৈনিক সংক্রমণ বাড়লেও কমেছে মৃতের সংখ্যা। 


পরিসংখ্যান অনুযায়ী, গত একদিনে সুস্থ হয়ে ওঠার সংখ্যা ৮,২৫১। সবমিলিয়ে এখনও পর্যন্ত দেশে করোনা সংক্রমণ সারিয়ে দেশে মোট সুস্থ হয়ে ওঠার সংখ্যা ৩ কোটি ৪০ লক্ষ ৯৭ হাজার ৩৮৮। দেশে অতিমারী শুরুর পর থেকে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ৪ লক্ষ ৭৪ হাজার ১১১। এই মুহূর্তে অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ৯৪ হাজার ৭৪১। এখনও পর্যন্ত দেশজুড়ে টিকাকরণ অভিযানে ১৩০.৩৯ কোটি টিকার ডোজ দেওয়া হয়েছে। 
দেশের অ্যাক্টিভ কেসের হার ০.২৭ শতাংশ। বর্তমানে সুস্থতার হার ৯৮.৩৬ শতাংশ। 


গতকালও দেশে দৈনিক সংক্রমণ আগের দিনের তুলনায় বেড়েছিল। মঙ্গলবারের পরিসংখ্যান অনুযায়ী, দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৬ হাজার ৮২২ জন। যা ছিল গত দেড় বছরে সবথেকে কম। এর আগের দিন দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৮ হাজার ৩০৬।   





উল্লেখ্য, এরইমধ্যে দিল্লিতে করোনা সংক্রমণ বৃদ্ধি কপালে উদ্বেগের ভাঁজ ফেলেছে। গত ২৪ ঘণ্টায় ৬৫ জন করোনা আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে এক আক্রান্তের। গত ১০০ দিনে দিল্লিতে একদিনে আক্রান্তের সংখ্যা এটাই সবচেয়ে বেশি।


এদিকে, ঝাড়খণ্ড সরকার সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, রাজ্যে করোনায় মৃতদের পরিজনদের ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দানের সিদ্ধান্ত নিয়েছে। রাজ্যে এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে ৫,১৪১ জনের মৃত্যু হয়েছে। ঝাড়খণ্ডের স্বাস্থ্যমন্ত্রী ট্যুইটের মাধ্যমে করোনায় মৃতদের পরিজনদের আর্থিক সহায়তা দানের কথা জানিয়েছেন।