কুন্নুর : যান্ত্রিক ত্রুটি? খারাপ আবহাওয়া? চালকের ভুল? নাকি নাশকতা? তামিলনাড়ুর কুন্নুরে কপ্টার ভেঙে চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত (CDS General Bipin Rawat) -সহ ১৩ জনের মৃত্যুর কারণ কী? কীভাবে ভেঙে পড়ল বায়ুসেনার নির্ভরযোগ্য এমআই সেভেন্টিন ভি ফাইভ হেলিকপ্টার ( IAF Helicopter Crash )?  তদন্তের নির্দেশ দিয়েছে বায়ুসেনা।

এরই মধ্যে কুন্নুরে ( Coonoor) দুর্ঘটনাস্থলে পৌঁছেছেন সেনা ও পুলিশের তদন্তকারীরা।  দুর্ঘটনার কারণ জানতে খোঁজ চলছে ব্ল্যাক বক্সের।  প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আছড়ে পড়ার আগেই তাতে আগুন ধরে যায়। দাউদাউ করে জ্বলে ওঠে বায়ুসেনার অত্যাধুনিক কপ্টার। মাটি থেকে প্রায় ২০ ফুট উচ্চতায় পৌঁছে গিয়েছিল আগুনের শিখা। তাঁরা দেখেছেন, তামিলনাড়ু ও কর্ণাটক সীমানায় নীলগিরি পাহাড়ে গাছে ধাক্কা খেয়ে ভেঙে পড়ে বায়ুসেনার MI-17 কপ্টার।

আরও পড়ুন :


রাজপরিবারের মেয়ে ছিলেন মধুলিকা রাওয়াত, শোকের ছায়া মধ্যপ্রদেশের সোহাগপুরে


ভারতীয় বায়ুসেনার সবচাইতে নির্ভরযোগ্য ও নবীনতম সদস্য M17-v5 হেলিকপ্টারটি দুর্ঘটনার কবলে পড়ল কীভাবে? হাজার মিটার উচ্চতাই হোক বা নিশ্চিদ্র রাতে সার্জিক্যাল স্ট্রাইকের জন্য এলিট বাহিনীকে সীমান্তের কাছাকাছি পৌঁছে দেওয়া সমস্ত রকম প্রতিকূলতা সত্বেও উড়তে সক্ষম বায়ুসেনার এই বিশেষ হেলিকপ্টার। হেলিকপ্টারে আগুন লেগে যাওয়ায়, কয়েকজনের দেহ এতটাই পুড়ে গিয়েছে, যে সনাক্তকরণের জন্য ডিএনএ পরীক্ষা করতে হচ্ছে। এই ভয়াবহ ঘটনা যে ভারতের নিরাপত্তার ক্ষেত্রে অত্যন্ত উদ্বেগের, সেটা বলার অপেক্ষা রাখে না। 

দেশের VVIP-রা যাতায়াত করতেন এই কপ্টারে। তাই বিভিন্ন মহলে প্রশ্ন,



  • কীভাবে ঘটে গেল এই দুর্ঘটনা? 

  • খারাপ আবহাওয়াই কি দুর্ঘটনার কারণ?

  • না কি কপ্টারে টেকনিক্যাল কিংবা মেকানিক্যাল ত্রুটি দেখা গিয়েছিল?

  • কোনও কিছুর সঙ্গে কি ধাক্কা খেয়েছিল কপ্টার?

  • দুর্ঘটনার সময় কত উচ্চতায় ছিল হেলিকপ্টারটি?

  • এটা দুর্ঘটনা না কি নাশকতারও আশঙ্কা রয়েছে?

    ভারতীয় বায়ুসেনার পক্ষ থেকে ট্যুইটারে জানানো হয়েছে, এই দুর্ঘটনা কেন ঘটল, তা জানতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।