India Logs 795 New Cases Recorded In Last 24 Hours  :  দেশে কোভিড-গ্রাফের ওঠানামা চলছেই। দৈনিক সংক্রমণ কমলেও ফের বাড়ল মৃত্যুর সংখ্যা।   কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী,


  • গত ২৪ ঘণ্টায় দেশে ৭৯৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। 

  • গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৯১৩।

  • দেশে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৫৮ জনের।

  • গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ১৩।

  • এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২১ হাজার ৪১৬ জনের। 

  • মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৩০ লক্ষ ২৯ হাজার ৮৩৯।


    সোমবার প্রায় ২ বছর পর দেশে করোনায় দৈনিক আক্রান্তের সংখ্যা ১ হাজারের নিচে নামে।  কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সোমবারের পরিসংখ্যান অনুযায়ী, আগের ২৪ ঘণ্টায়ে দেশে ৯১৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। সোমবার দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ১ হাজার ৯৬। 


     





    ব্রিটেনে করোনার নতুন প্রজাতি

    ব্রিটেনে হদিশ মিলেছে করোনার নতুন প্রজাতির। এক সপ্তাহে আক্রান্ত বেড়েছে ৬ লক্ষ। আক্রান্ত বাড়ছে জার্মানি, তাইওয়ানের মতো একাদিক দেশে। এই অবস্থায় সতর্ক থেকে আগের মতোই কোভিড বিধি পালনের পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। ডেল্টা, ওমিক্রন, ডেল্টাক্রনের পর এবার XE!

    উদ্বেগ বাড়াচ্ছে করোনার নতুন এই প্রজাতি। বিশেষজ্ঞদের দাবি, ওমিক্রনের থেকেও বেশি সংক্রামক XE। পৃথিবী থেকে এখনও দূর হয়নি মারণ ভাইরাসের অস্তিত্ব। উল্টে ব্রিটেন, জার্মানি, চিন, তাইওয়ানের মতো একাদিক দেশে দাপট দেখাচ্ছে করোনা। হু হু করে ছড়াচ্ছে সংক্রমণ।পরিস্থিতি জটিল ব্রিটেনে।