নয়াদিল্লি : গতকালের তুলনায় কমলেও এখনও উদ্বেগজনক দেশে করোনার দৈনিক সংক্রমণ।  দৈনিক পজিটিভিটি রেট ১০ দশমিক ৬৪ শতাংশ।  



  • কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের মঙ্গলবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৬৮ হাজার ৬৩ জন।

  • গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ১ লক্ষ ৭৯ হাজার ৭২৩। 

  • গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ২৭৭ জনের।

  • গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ১৪৬। 

  • দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৫৮ লক্ষ ৭৫ হাজার ৭৯০ জন।

  • এখনও পর্যন্ত ৪ লক্ষ ৮৪ হাজার ২১৩ জনের মৃত্যু হয়েছে। 

  • মঙ্গলবার পর্যন্ত দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৪ হাজার ৪৬১।   

    আরও পড়ুন :

    চিকিৎসক-স্বাস্থ্যকর্মীরা করোনা আক্রান্ত, বন্ধ হয়ে গেল শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালের আউটডোর



    এখনও পর্যন্ত প্রথম ও দ্বিতীয় ওয়েভের থেকে কম হলেও, হাসপাতালে ভর্তি করতে হচ্ছে আক্রান্তদের একাংশকে।...বিশেষজ্ঞরা সতর্কতার সুরে বলছেন, যে কোনও সময় পরিস্থিতি দ্রুত বলদাতে পারে! চাপ আরও বাড়তে পারে হাসপাতালের ওপর! এরই মধ্যে, এবার চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, পুলিশ-সহ ফ্রন্টলাইন ওয়ার্কার্স এবং কোমর্বিডিটি রয়েছে এরকম ষাটোর্ধ্বদের প্রিকশন বা বুস্টার ডোজ দেওয়া শুরু হয়েছে। কলকাতার সব ভ্যাকসিনেশন সেন্টারে দেওয়া হয়েছে বুস্টার ডোজ।



     

    তবে একটু স্বস্তি দিয়ে সোমবার রাজ্যে সংক্রমনের হার কিছুটা কমল। রাজ্যে একদিনে করোনা আক্রান্ত কমে ১৯ হাজার ২৮৬। একদিনে ১৬ জনের মৃত্যু। কলকাতায় একদিনে ৫ হাজার ৫৫৬জন সংক্রমিত, মৃত্যু হয়েছে ৪ জনের। উত্তর ২৪ পরগনায় একদিনে ৪ হাজার ২৯৭জন সংক্রমিত হয়েছেন।