Corona cases update: দেশে অনেকটাই কমল করোনা ভাইরাসে দৈনিক আক্রান্তর সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের মঙ্গলবারের পরিসংখ্যান অনুযায়ী, গত একদিনে দেশে দৈনিক আক্রান্তর সংখ্যা ১২ হাজার ৪২৮। গত ২৪ ঘণ্টায় করোনায় মৃতের সংখ্যা ৩৫৬। এরমধ্যে গত একদিনে সংক্রমণ সারিয়ে সুস্থ হয়ে ওঠার সংখ্যা ১৫ হাজার ৯৫১। দেশে বর্তমানে অ্যাক্টিভ করোনা আক্রান্তর সংখ্যা ১ লক্ষ ৬৩ হাজার ৮১৬।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, গত ২৫ অক্টোবর পর্যন্ত মোট ৬০ কোটি ১৯ লক্ষ ১ হাজার ৫৪৩ করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে ২৫ অক্টোবর পরীক্ষা হয়েছে ১১ লক্ষ ৩১ হাজার ৮২৬ নমুনা।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত আটমাসে দৈনিক করোনা সংক্রমণ সর্বনিম্ন। ২৩৮ দিন পর দেশে সবচেয়ে কম হল দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা।
দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৫৫ হাজার ৬৮ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪২ লক্ষ ২ হাজার ২০২। এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ৩ কোটি ৩৫ লক্ষ ৮৩ হাজার ৩১৮ জন।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, ২৫ অক্টোবর পর্যন্ত দেশে ১০২ কোটি ৯৪ লক্ষ ১ হাজার করোনা টিকার ডোজ দেওয়া হয়েছে। গতকাল ৬৪.৭৫ লক্ষ টিকার ডোজ দেওয়া হয়েছে।
দেশে করোনায় মৃত্যু হার ১.৩৩ শতাংশ। রিকভারি রেট ৯৮.১৮ শতাংশ। অ্যাক্টিভ আক্রান্তের হার ০.৪৯ শতাংশ। অ্যাক্টিভ আক্রান্তের দিক থেকে ভারত বিশ্বে দ্বাদশ স্থানে রয়েছে। মোট আক্রান্তের সংখ্যায় ভারত বিশ্বে রয়েছে দ্বিতীয় স্থানে। অন্যদিকে, করোনায় আমেরিকা ও ব্রাজিলের পর বিশ্বে ভারতে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে।
মহারাষ্ট্রে গত সোমবার করোনা আক্রান্ত সংখ্যা ৮৮৯। গত ৫ মার্চ ২০২০-র পর যা সর্বনিম্ন। শেষ একদিনের মহারাষ্ট্রে মৃতের সংখ্যা ১২। গত একদিনে সংক্রমণ সারিয়ে সুস্থ হয়ে ওঠার সংখ্যা ১,৬০০। রাজ্যের ৩৬ জেলার মধ্যে ১৫ টিতে নতুন করে সংক্রমণের খবর নেই। রাজ্যে অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ২৩,১৮৪।
কেরলে গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ৬,৬৬৪। শেষ একদিনের করোনায় মৃতের সংখ্যা ২৮২।