মুম্বই: মুম্বইয়ের ট্রেনে নিত্যযাত্রীদের (Mumbai Trains Update) জন্য সুখবর। যাত্রীদের যাত্রাপথ আরও রঙিন করে তুলতে বেশ কয়েকটি শহরতলির ট্রেনে LCD TV লাগানোর সিদ্ধান্ত নিয়েছে পশ্চিম রেল (Western Railway) কর্তৃপক্ষ। রবিবার রেলের তরফে নিশ্চিত করা হয়েছে এই খবর।
সিদ্ধান্ত অনুযায়ী, মোট ২০ টি ট্রেনে এইএলসিডি টিভিগুলি লাগানো হবে। যেখানে জনসচেতনতা মূলক বিজ্ঞাপন ছাড়াও নানা ধরনের তথ্য শেয়ার করা হবে। এই কাজের দায়িত্ব দেওয়া হয়েছে Digitech Engineers and Computech Private Ltd-কে। আগামী ৫ বছরের জন্য হয়েছে এই চুক্তি। নতুন চুক্তি অনুযায়ী , মোট ৩৪.৫মিলিয়ন (৩ কোটি ৪৫ লক্ষ টাকা) পশ্চিম রেলকে (Western Railway)-কে দেবে ডিজিটেক। এই খবর নিশ্চিত করেছেন পশ্চিম রেলের মুখপাত্র সুমিত ঠাকুর।
রেলের তরফে দাবি করা হয়েছে, নতুন এই টিভির ফলে জনগণের যাত্রা অনেক সুখকর হবে। এই ধরনের উদ্যোগের ফলে বাড়বে রেলের আয়। পাশাপাশি জনগণকে সচতেন করতে কাজে লাগবে এই টিভিগুলি। ২৪ ইঞ্চির এই টিভি ইতিমধ্যেই ট্রেনে লেগে গিয়েছে। রেল জানিয়েছে, বাণিজ্যিক বিজ্ঞাপন, রেলের বিষয় ছাড়াও জনসচেতনতামূলক প্রচার চালানো হবে এই টিভিগুলিতে।
ওয়াকিবহাল মহলের মতে, ভিড়ে ঠাসা মুম্বইয়ের ট্রেনে এমনিতেই সাধারণ যাত্রীদের বহু সমস্যার মুখে পড়তে হয়। খুব অল্প সময়ের মধ্যে লোকাল ট্রেন পাওয়া গেলেও ভিড় কম হওয়ার নাম নেয় না। সেখানে দাঁড়িয়ে পশ্চিম রেলের এই উদ্যোগ পরীক্ষামূলক বলেই দেখছেন বেশিরভাগ যাত্রী। তবে রেল তথা সরকারের বিভিন্ন প্রচারের ক্ষেত্রে এই টিভিগুলি যে হাতিয়ার হতে পারে তা বিলক্ষণ বুঝেছেন নিত্যযাত্রীরা। তাদের মতে, এর মাধ্যমে বিজ্ঞাপন চালিয়ে আরও লাভ করতে পারবে পশ্চিম রেল।
আরও পড়ুন : Life Certificate Submission: ব্যাঙ্কে না গিয়ে জমা দিন লাইফ সার্টিফিকেট, জেনে নিন পদ্ধতি
আরও পড়ুন : Post Office Scheme: ৫০,০০০ একবার বিনিয়োগ করে পান ৩,৩০০টাকা