নয়াদিল্লি: দেশে দৈনিক করোনা সংক্রমণ গতকালের তুলনায় কিছুটা বাড়ল। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুধবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্তর সংখ্যা ১৩ হাজার ৪৫১। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের মঙ্গলবারের পরিসংখ্যান অনুযায়ী, দেশে দৈনিক আক্রান্তর সংখ্যা ছিল ১২ হাজার ৪২৮।
বুধবারের পরিসংখ্যান অনুযায়ী, দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৫৮৫। গতকালের পরিসংখ্যান অনুযায়ী, এই সংখ্যা ছিল ৩৫৬।
গত ২৪ ঘণ্টায় দেশে করোনার সংক্রমণ সারিয়ে সুস্থ হয়ে ওঠার সংখ্যা ১৪ হাজার ২১।
দেশে অতিমারী শুরুর পর থেকে মোট করোনা আক্রান্তর সংখ্যা ৩ কোটি ৪২ লক্ষ ১৫ হাজার ৬৫৩। এরমধ্যে করোনাকে হারিয়ে সুস্থ হয়ে ওঠার সংখ্যা ৩ কোটি ৩৫ লক্ষ ৯৭ হাজার ৩৩৯। মৃতের মোট সংখ্যা ৪ লক্ষ ৫৫ হাজার ৬৫৩।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, দৈনিক পজিটিভিটি রেট ১.০৩ শতাংশ। গত ২৩ দিন ধরে তা ২ শতাংশের নিচেই রয়েছে। সাপ্তাহিক পজিটিভিটি রেট ১.২২ শতাংশ। গত ৩৩ দিন ধরে এই হার ২ শতাংশের নিচেই রয়েছে।
এই মুহূর্তে দেশে চিকিৎসাধীন করোনা আক্রান্তর সংখ্যা ১ লক্ষ ৬২ হাজার ৬৬২। অ্যাক্টিভ করোনা আক্রান্তর সংখ্যা দেশে গত ২৪২ দিনে সর্বনিম্ন।
দেশে গতকাল করোনা টিকার ৫৫ লক্ষ ৮৯ হাজার ১২৪ ডোজ দেওয়া হয়েছে। এখনও পর্যন্ত দেশে টিকাকরণ অভিযানে ১০৩ কোটি ৫৩লক্ষ ২৫ হাজার ৫৭৭ ডোজ দেওয়া হয়েছে।
দেশে সবচেয়ে বেশি দৈনিক সংক্রমণ রয়েছে কেরলে। দক্ষিণের এই রাজ্যে মঙ্গলবার নতুন করে ৭,১৬৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। করোনা আক্রান্ত হয়ে গত একদিনের পরিসংখ্যানে মৃতের সংখ্যা ৪৮২। সবমিলিয়ে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৪৯ লক্ষ ১৯ হাজার ৯৫২। মৃতের সংখ্যা ২৯,৩৫৫।৪৮২ জন মৃতের মধ্যে গত কয়েকদিনে ৯০ জনের মৃত্যু হয়েছিল। বাকিদের মৃত্যু এর আগে হয়েছিল। যথাযথ নথি না থাকায় এই মৃত্যুগুলি আগে নথিভূক্ত করা যায়নি।