কলকাতা: দীপাবলির আগে থেকেই কড়া পদক্ষেপ নিতে শুরু করেছে দিল্লি ট্রাফিক পুলিশ (Delhi Traffic Police)। বায়ুদূষণ এবং শব্দদূষণের জন্য যে বা যাঁরা দায়ি থাকবে, তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিচ্ছে তারা। করোনা পরিস্থিতিতে এমনিতেই বিপর্যস্ত জনজীবন। এর উপর বায়ু কিংবা শব্দদূষণ হলে আরও সমস্যায় পড়বেন সাধারণ মানুষরা। আর সেই কারণেই এবার কড়া পদক্ষেপ নিয়েছে দিল্লির ট্রাফিক পুলিশ। গত ১৫ দিনে ইতিমধ্যেই প্রায় চার হাজার জনকে জরিমানা করা হয়েছে বলে জানা যাচ্ছে।
আরও পড়ুন - Zydus Cadila's Covid Vaccine: শিশুদের জন্য খুব শীঘ্রই আসছে কোভিড ভ্যাকসিন ZyCoV-D: স্বাস্থ্যমন্ত্রী
শব্দদূষণ নিয়ন্ত্রক কমিটির পক্ষ থেকে যে তথ্য প্রকাশ করা হয়েছে, তা থেকে জানা যাচ্ছে, অকারণে হর্ন বাজানোর জন্য বহু মানুষকে ইতিমধ্যে জরিমানা দিতে হয়েছে। এছাড়াও সাইলেন্ট জোনে অকারণে জোরে হর্ন বাজানোর জন্যও জরিমানা দিতে হয়েছে বহু মানুষকে।
আরও পড়ুন - Gutkha Sale Banned: রাজ্যে ফের এক বছরের জন্য নিষিদ্ধ গুটখা, তামাকজাত পান মশলার উত্পাদন, বিক্রি
দিল্লি সরকারের পরিবহণ দফতরের পক্ষ থেকে গাড়ির চালকদের অনুরোধ করা হয়েছে, তাঁরা যেন গাড়িতে পলিউশন আন্ডার কন্ট্রোলের কাগজপত্র রাখেন। প্রায় ৫০টি দল গড়ে বিভিন্ন পেট্রোল পাম্পে নজরদারি করছে পুলিশ। তাঁদের একমাত্র কাজ গাড়িতে কাগজপত্র ঠিক মতো রয়েছে কিনা দেখা। অন্যথায় সঙ্গে সঙ্গে জরিমানা করা।
আরও পড়ুন - Covid Vaccine: ভ্যাকসিন না নিয়েও ভ্রমণ করা যাবে? নির্দেশিকা জারি হতেই খুশি পর্যটকরা
পিটিআইয়ের দেওয়া তথ্য অনুযায়ী জানা যাচ্ছে, এই প্রচারের আসল উদ্দেশ্য হল গাড়ির চালকদের পিইউসি সার্টিফিকেটের গুরুত্ব বোঝানো। যাঁদের এখনও এই সার্টিফিকেট হাতে আসেনি, তাঁরা যেন সত্বর এই নথি তৈরি করে নেন। এরপরও যে সকল চালকরা এই সার্টিফিকেট বানাবেন না, তাঁদের শুধু জরিমানাই নয়, বড় শাস্তি অপেক্ষা করে থাকবে। কারণ, দূষণের সঙ্গে কোনওরকম আপোষ করতে চায় না সরকার।
আরও পড়ুন - Weather Report: ফের বৃষ্টির ভ্রূকুটি রাজ্যে, চলতি সপ্তাহেই বাংলায় শীতের প্রবেশ