নয়াদিল্লি: করোনাভাইরাসজনিত পরিস্থিতি খানিক স্বস্তি। দেশের দৈনিক করোনা আক্রান্তর সংখ্যা অনেকটাই কমল। গত ২৪ ঘণ্টায় দেশে দৈনিক করোনা আক্রান্তর সংখ্যা ২০ হাজারের কম। যা গত ২০১ দিনে সর্বনিম্ন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের মঙ্গলবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে দৈনিক আক্রান্তর সংখ্যা  কমে হয়েছে ১৮,৭৯৫। মৃতের সংখ্যাও কমেছে। শেষ একদিনে করোনা আক্রান্ত হয়ে  মৃতের সংখ্যা ১৭৯। 


দেশে বর্তমানে অ্যাক্টিভ করোনা আক্রান্তর সংখ্যা তিন লক্ষের কম। মঙ্গলবারের পরিসংখ্যান অনুযায়ী, এই মুহূর্তে দেশে করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ২ লক্ষ ৯২ হাজার ২০৬। ছয় মাস পরে দেশের অ্যাক্টিভ আক্রান্তর সংখ্যা তিন লক্ষের কম হয়েছে। 


গত ২৪ ঘণ্টায় সংক্রমণ সারিয়ে সুস্থ হয়ে ওঠার সংখ্যা ২৬ হাজার ৩০। অর্থাৎ দৈনিক আক্রান্তের চেয়ে সুস্থ হয়ে ওঠার সংখ্যা অনেকটাই বেশি। ফলে অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা আরও কমেছে।


কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সোমবারের পরিসংখ্যান অনুযায়ী, দেশে  নতুন করে করোনা আক্রান্তর সংখ্যা ছিল ২৬,০৪১। একদিনে সংক্রমণ থেকে সুস্থ হয়ে ওঠার সংখ্যা ছিল ২৯,৬২১।  মৃত্যু হয়েছিল ২৭৬ জনের।


বিগত কিছুদিন ধরেই কেরলে করোনার দাপট চলছে। দেশের মধ্যে সবচেয়ে বেশি দৈনিক করোনা আক্রান্তর সংখ্যা কেরলেই। দক্ষিণের এই রাজ্যেও দৈনিক আক্রান্তের সংখ্যা কমেছে। সোমবার এই রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ১১,৬৯৯। রাজ্যে একদিনে মৃতের সংখ্যা ৫৮। সবমিলিয়ে রাজ্যে মোট করোনা আক্রান্তর সংখ্যা ৪৬ লক্ষ ৪১ হাজার ৬১৪। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৪,৬৬১। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যানে এই তথ্য জানা গেছে। রাজ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ওঠার সংখ্যা ১৭,৭৬৩। সবমিলিয়ে রাজ্যে সুস্থের সংখ্যা বেড়ে হয়েছে ৪৪ লক্ষ ৫৯ হাজার ১৯৩। অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৫৭ হাজার ১৫৮।


দেশে অতিমারী শুরুর পর থেকে এখনও পর্যন্ত আক্রান্তর সংখ্যা ৩ কোটি ৩৬ লক্ষ ৯৭ হাজার ৫৮১। মোট সুস্থ হয়ে ওঠার সংখ্যা ৩ কোটি ২৯ লক্ষ ৫৮ হাজার ০০২। এখনও পর্যন্ত  ৮৭ কোটি ৭ লক্ষ ৮ হাজার ৬৩৬ করোনা টিকার ডোজ দেওয়া হয়েছে। এরমধ্য়ে গত ২৪ ঘণ্টায় টিকাকরণ হয়েছে ১ কোটি ২ লক্ষ ২২ হাজার ৫২৫ জনের।