নয়াদিল্লি: গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় ফের বাড়ল আক্রান্তের সংখ্যা। কমেছে মৃতের সংখ্যা। একদিনে আক্রান্তের সংখ্যা ২৭ হাজার ১৭৬। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুধবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ২৮৪ জনের। একদিনে সুস্থ হয়েছেন ৩৮ হাজার ১২ জন।


দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৪৩ হাজার ৪৯৭ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৩৩ লক্ষ ১৬ হাজার ৭৫৫। অ্যাক্টিভ কেসের সংখ্যা ৩ লক্ষ ৫১ হাজার ০৮৭।  কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান বলছে, এখনও পর্যন্ত মোট ভ্যাকসিনেশন হয়েছে ৭৫ কোটি ৮৯ লক্ষ ১২ হাজার ২৭৭ জনের। এর মধ্যে গত ২৪ ঘণ্টা টিকা নিয়েছেন ৬১ লক্ষ ১৫ হাজার ৬৯০ জন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের মঙ্গলবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয় ৩৩৯ জনের। একদিনে আক্রান্তের সংখ্যা ২৫ হাজার ৪০৪।  


আরও পড়ুন: Corona Kavach ও Corona Rakshak- এর মতো করোনা সম্পর্কিত স্বাস্থ্যবীমাগুলি বিক্রি ও পুনর্নবীকরণের সময় বাড়ানো হল মার্চ, ২০২২ পর্যন্ত


এদিকে উত্তরবঙ্গের থেকে দক্ষিণবঙ্গ, জ্বরে আক্রান্ত প্রচুর শিশু। উত্তরবঙ্গে শিশুদের মধ্যে জ্বরের প্রকোপের কারণ হিসেবে উঠে এসেছে অজানা ভাইরাসের কথা! যে ভাইরাসকে দ্রুত চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে স্বাস্থ্য দফতর। এরই মধ্যে, উদ্বেগ বাড়িয়ে, দক্ষিণবঙ্গেও শিশুদের মধ্যে দেখা দিয়েছে জ্বরের প্রকোপ। সরকারি ও বেসরকারি হাসপাতালে বাড়ছে আক্রান্তের সংখ্যা। খাস কলকাতা মেডিক্যাল কলেজেই, জ্বরে আক্রান্ত শিশুদের মধ্যে ৬ জন ICU-তে চিকিৎসাধীন। তাদের মধ্যে ৪ জনের অবস্থা সঙ্কটজনক।


জলপাইগুড়ি জেলা হাসপাতালে ভর্তি ২৫ জন শিশুর লালার নমুনা পাঠানো হয়েছে কলকাতায়। স্বাস্থ্য দফতর সূত্রের খবর, নমুনা পরীক্ষা হবে স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন এবং নাইসেডে। সোমবার বিকেলে মেখলিগঞ্জ হাসপাতাল থেকে ৬ বছরের এক শিশুকন্যাকে নিউমোনিয়া-সহ বিভিন্ন সমস্যা নিয়ে রেফার করা হয় জলপাইগুড়ি জেলা হাসপাতালে। মঙ্গলবার ভোর ৩.৪৫ নাগাদ, জেলা হাসপাতালে তার মৃত্যু হয়। এই মুহূর্তে জলপাইগুড়ি জেলা হাসপাতালের শিশু বিভাগে জ্বর ও অন্য উপসর্গ নিয়ে ভর্তি আছে ১০০ জন। ৮৩ জন চিকিৎসাধীন মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালের শিশু বিভাগে। শিলিগুড়ি জেলা হাসপাতালেও জ্বর ও অন্য উপসর্গ-সহ ৭০ জন শিশু চিকিৎসাধীন। স্বাস্থ্য দফতর জানিয়েছে, করোনা নয়, উত্তরবঙ্গে শিশুদের মধ্যে জ্বরের প্রকোপের কারণ অজানা ভাইরাস। 


আরও পড়ুন: Child Fever: বাড়ছে উদ্বেগ, জ্বর সহ একাধিক উপসর্গ নিয়ে শিলিগুড়ির হাসপাতালে ভর্তি ৭০ শিশু