নয়াদিল্লি: দেশে করোনায় (India Corona) ১৪ শতাংশ বাড়ল দৈনিক সংক্রমণ (Daily Case)। দৈনিক মৃত্যু কমল ২৬ শতাংশের বেশি। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় (Corona) মৃত্যু হয়েছে ৩৪০ জনের। একদিনে আক্রান্তের সংখ্যা ১৩ হাজার ৯১।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বৃহস্পতিবারের পরিসংখ্যান অনুযায়ী, এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ৩ কোটি ৩৮ লক্ষ ৯২৫ জন। একদিনে ১৩ হাজার ৮৭৮ জন সুস্থ হয়েছেন। সুস্থতার হার (Recovery Rate) ৯৮.২৫ শতাংশ। যা মার্চ থেকে এখনও পর্যন্ত সর্বোচ্চ।
এদিকে রাজ্যে ফের বাড়ল করোনা সংক্রমণ। বুধবার রাজ্যের স্বাস্থ্য দফতরের (West Bengal Health Bulletin) প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে আক্রান্তের সংখ্যা ৮৫৩। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা কোপে প্রাণ হারিয়েছেন ১৫ জন। রাজ্যে এখনও পর্যন্ত কোভিডে মৃত্যু হয়েছে ১৯ হাজার ২৬৭ জনের। করোনাকে হারিয়ে একদিনে সুস্থ হয়েছেন ৮০৯ জন। এখনও পর্যন্ত রাজ্যে করোনা মুক্তের সংখ্যা ১৫ লক্ষ ৭৩ হাজার ৫২০ জন। রাজ্যে করোনা অ্যাক্টিভ কেস ৭ হাজার ৯৪৫। গত ২৪ ঘণ্টায় রাজ্যে ৪২ হাজার ১১৩টি করোনা নমুনা পরীক্ষা হয়েছে।
অন্যদিকে চলতি সপ্তাহেঅ রাজ্যে আরও এক করোনা যোদ্ধার মৃত্যু হয়। প্রয়াত দক্ষিণ দিনাজপুর (South Dinajpur) জেলা সদরের হাসপাতালের চিকিৎসক (Doctor) কৌশিক ঘোষ। পরিবার সূত্রে খবর, গত ৪ নভেম্বর পঞ্চাশোর্ধ্ব চিকিত্সকের করোনা (Corona) রিপোর্ট পজিটিভ আসে।
স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, দুর্গাপুজো (Durga Puja) ও কালীপুজোর (Kali Puja) পর দক্ষিণ দিনাজপুরে করোনার দৈনিক সংক্রমণ (Daily Corona Case) উর্ধ্বমুখী। সোমবার সকালে চিকিৎসকের শ্বাসকষ্ট শুরু হয়। ভর্তি করা হয় বালুরঘাটের নাট্য উৎকর্ষ কেন্দ্রের কোভিড হাসপাতালে। সোমবার সন্ধে ৭টা নাগাদ সেখানেই তিনি মারা যান। করোনাযোদ্ধা চিকিৎসকের মৃত্যুতে শোকপ্রকাশ করে বালুরঘাটের (Balurghat) বেশ কিছু বেসরকারি ক্লিনিক (Private Clinic) বন্ধ রাখা হয়।